মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা আমলাম চৌধুরী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আমলাম চৌধুরীকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচার আ ন ম বশিউল্লাহর ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুরের আদেশ দেন।
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজস করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গত বছরের ২৬ মে রাজধানীর গুলশান থানায় আসলামের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ মামলায় তিনি কারাগারে আছেন।
পরে তার জামিন আবেদনের পেক্ষিতে আদালত রুল জারি করেন। রুলে আসলামকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়।
আসলামের পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন।
১৮ মে ২০১৭, বুধবার/ রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি