মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রমজানের আগেই গ্রিক মূর্তি অপসারণের দাবি ওলামা লীগের


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

রমজানের আগেই সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক মূর্তি অপসারণ দাবি করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ওলামা লীগসহ সমমনা ১৩ দল এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী বারবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বলার পরও সুপ্রিম কোর্টের সামনে থেকে প্রধান বিচারপতি কেন মূর্তি অপসারণ করছেন না? পহেলা রমজানের আগে মূর্তি অপসারণ করতে হবে। রমজানের সম্মানার্থে সবধরনের অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে।

তারা আরও বলেন, এক শ্রেণির মানুষ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে। বর্তমানে দেশে মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি চরম পর্যায়ে পৌঁছেছে। অবিলম্বে এসব উস্কানি বন্ধ করতে হবে বলেও দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ওলামা লীগ সভাপতি মাওলানা মুহাম্মদ আখতার হোসেন বুখারী, সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, দফতর সম্পাদক মুজিবুর রহমান চিশতি প্রমুখ।

পূর্বাশানিউজ/২০-মে,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি