সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চলছে,সকাল-সন্ধ্যায় হরতাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পার্বত্য চট্টগ্রামে গুম, খুন, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে এবং পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে দু’টি সংগঠনের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সংগঠন দু’টি হচ্ছে- পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

রোববার ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
গেলো শুক্রবার এ হরতালের ডাক দেয়া হয়। হরতালের কারণে বন্ধ রয়েছে দোকান ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের সবধরনের যান চলাচল। ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাসও।
এদিকে হরতালের শুরু থেকে সমর্থকদের কোনো ধরনের পিকেটিং করতে দেখা যায়নি। হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান, হরতাল শান্তি পূর্ণভাবে চলছে। হরতালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার জনসংহতি সমিতি (জেএসএস) বিরুদ্ধে পাহাড়ে খুন, অপহরণ, অব্যাহত চাঁদাবাজির অভিযোগ এবং এসব সংগঠনগুলোর কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি করে আসছে বেশ কয়েকটি বাঙ্গালি সংগঠন।

সম্প্রীতি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে চাঁদার প্রায় কোটি টাকা উদ্ধার করা হয় এক ইউপিডিএফ নেতার বাড়ি থেকে। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রসহ বেশ কয়েকজন উপজাতিয় যুবককে আটক করা হয়েছে।

পূর্বাশানিউজ/২১-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি