মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রানা প্লাজা ধস: ভবন নির্মাণ দুর্নীতিতে রানাসহ ১০ জনের বিচার শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রানা প্লাজা ধসের ঘটনায় ভবন নির্মাণে দুর্নীতির মামলায় মালিক সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বাকি ছয়জনকে অব্যাহতি দিয়েছে। আগামী ৫ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

২১ মে রোববার এ আদেশ দেন ঢাকার বিভাগীয় বিশেষ বিচারক আতোয়ার রহমান।

অভিযুক্তরা হলেন- সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম, রেফায়েতউল্লাহ, উত্তম কুমার রায়, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল হাসান, ফারজানা ইসলাম ও আব্দুল মুত্তালিব।

অভিযোগপত্র থেকে অব্যাহতি পেয়েছেন- আলী খান, এটিএম মাসুদ রেজা, সাজ্জাদ হোসেন, মর্জিনা বেগম, আবুল বাশার ও আমিনুল ইসলাম।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন।

এর আগে, গত বছরের ১৮ জুলাই রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এ সময় ভবনের নিচে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাক শ্রমিক। এ ঘটনায় ১১৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে ২৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

২০১৩ সালের ২৫ এপ্রিল ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ১৩ জনকে আসামি করে সাভার থানায় একটি মামলা দায়ের করেন।

২০১৫ সালের ১ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

পূর্বাশানিউজ/২১-,মে ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি