শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চীনে ১২ জনেরও বেশি সিআইএ গুপ্তচর খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২০১০ থেকে ২০১২ সালের মধ্যে চিনে ১২ জনেরও বেশি ঈওঅ গুপ্তচরকে খুন করেছে চীন। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক মার্কিন সংবাদ মাধ্যমে। আর এরফলে মার্কিন গুপ্তচরবৃত্তিগত এক যুগে সেখানে ছিল সব থেকে বড় ধাক্কা।

মার্কিন ওই সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, গোটা বিষয়টি নিয়ে এখনও ধন্দে রয়েছে ঈওঅ। কী হয়েছিল সেখানে? কোনও ভাবে নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছিল, নাকি বিশ্বাস ঘাতকতা, তা খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি।

২০১০ থেকে ২০১২ সালের মধ্যে চিন ও রাশিয়াতে বিশেষ মিশনে গোয়েন্দাদের পাঠিয়েছিল আমেরিকা। কিন্তু, মনে করা হচ্ছে চিনে যে নেটওয়ার্ক ও পদ্ধতি মেনে তাঁরা কাজ করত তা কোনও ভাবে চিনা গোয়েন্দা দফতরের হাতে চলে যায়। আর তার ফলেই এই বিপত্তি ঘটে যায়।

এমনিতেই বলা হয় বিশ্বের বাকি দেশগুলিতে গোপনে গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা যতটা সহজ, ততটাই কঠিন রাশিয়া ও চিনে। যার উদাহরণ মেলে রাশিয়ায় ঈওঅ লিঙ্কম্যান অলড্রিচ আমেস ও রবার্ট হানসিনের হত্যাকা-। তারই রেশ ধরে এবার চিনেও এমন তথ্যের হদিশ মিলল।

পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি