শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রচন্ড গরমে বাড়ছে ভাইরাসজনিত বিভিন্ন রোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের বিভিন্ন জেলায় গরমের সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও পানির সংকট। প্রচন্ড গরমে বাড়ছে ভাইরাসজনিত নানা রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

প্রচন্ড গরমে কাহিল জনজীবন। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-জ্বরে আক্রান্ত রোগী। পাবনার বিভিন্ন হাসপাতালে এক সপ্তাহে ভর্তি হওয়া রোগীর বেশিরভাগই ডায়রিয়া ও সর্দি জ্বরে আক্রান্ত। মানিকগঞ্জ সদর হাসপাতালে গত ২০ দিনে শুধু বহিঃবিভাগে চিকিৎসা নিয়েছেন প্রায় ষোল হাজার রোগী। যা অন্য সময়ের চেয়ে দ্বিগুন, বলছেন চিকিৎসক।

মানিকগঞ্জ সদর হাসপাতাল চিকিৎসক কিসওয়াল সিলভানা বলছেন,লক্ষীপুরে বেড়েছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রকাপ। এক সপ্তাহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ছয় শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী। সুস্থ্ থাকতে বেশি করে ডাব, স্যালাইন, বিশুদ্ধ পানি ও জুস খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের শেষ সপ্তাহে তাপদাহ আরো বাড়তে পারে। এ সময় শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি