সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » প্রশ্ন ফাঁসের কারণে বাতিল হওয়া অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৯ জুন


প্রশ্ন ফাঁসের কারণে বাতিল হওয়া অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৯ জুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা গ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে তিনি গণমাধ্যমকে তিনি বলেন, আগামী ৯ জুন এই পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে। সকাল এবং বিকেল দুই শিফটের পরীক্ষা একইসঙ্গে নেয়ার জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি। আগামী ৯ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠিকভাবে জানানো হবে।
পরীক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় গত শুক্রবার দুই ভাগে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করে ব্যাংক কর্তৃপক্ষ। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম ভাগের পরীক্ষা শুরুর আগেই একটি পত্রিকার অনলাইন সংস্করণে প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে খবর আসে। ফেইসবুকেও অনেকে ‘ফাঁস হওয়া প্রশ্নের’ ছবি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এই পরিস্থিতিতে সকালের অংশের পরীক্ষা হয়ে যাওয়ার পর আয়োজক কর্তৃপক্ষ বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটায় নির্ধারিত দ্বিতীয় অংশের পরীক্ষা স্থগিত করে। দুই ভাগ মিলিয়ে মোট দুই লাখ ৩ হাজার চাকরি প্রত্যাশী এই পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে সকালে ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেন প্রায় এক লাখ চাকরি প্রত্যাশী।

২৩ মে ২০১৭, মঙ্গলবার/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি