মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্লগার অনন্ত হত্যায় ফারাবিসহ ৬ জনের বিচার শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে চার্জগঠন করা হয় বলে জানিয়েছেন আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী।

গত ১৫ মে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ছয়জনকে অভিযুক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সম্পূরক চার্জশিট গ্রহণ করেছেন আদালত। মামলায় আগামী ২০ জুন ধার্য করা হয়েছে। অভিযোগ গঠনের মধ্যদিয়ে এ মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সম্পূরক চার্জশিটে অভিযুক্ত ছয়জন হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ফালজুর গ্রামের আবুল হোসেন ওরফে আবুল হুসাইন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমেদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর (বাগলী) গ্রামের হারুন অর রশিদ (২৫), কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহি (২৪), ফালজুর গ্রামের আবুল খায়ের রশিদ আহম্মেদ (২৪) ও সিলেট নগরীর রিকাবীবাজারের সাফিউর রহমান ফারাবী (৩০)। এর মধ্যে আবুল, ফয়সাল ও হারুন পলাতক। বাকিরা কারাগারে আছেন।

সিলেট নগরীর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় ২০১৫ সালের ১২ মে সকালে অনন্ত বিজয় দাশকে (৩২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

অনন্ত পূবালী ব্যাংকের জাউয়াবাজার শাখায় ডেভেলপমেন্ট অফিসার ছিলেন। তার লেখা ও সম্পাদিত বিজ্ঞানবিষয়ক বই রয়েছে। সিলেটের বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিল নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

এ মামলায় ৩০২ ও ৩৩০ ধারায় অভিযুক্ত করে গত বছরের ২৮ আগস্ট চার্জশিট দাখিল করা হয়েছিল। তাতে পাঁচজনকে অভিযুক্ত করা হয়। পরে আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। সম্পূরক চার্জশিটে নতুন করে যুক্ত করা হয়েছে সাফিউর রহমান ফারাবীকে। ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ২০১৫ সালের ২ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিলেট থেকে আটক করে। পরে তাকে অনন্ত হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয়।

মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার ও পরে জামিনে মুক্ত হওয়া দৈনিক সংবাদের ফটোসাংবাদিক ইদ্রিস আলীসহ ১০ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি পাওয়া বাকি নয়জন হলেন কানাইঘাটের ফালজুর গ্রামের মোহাইমিন নোমান, ঢাকা থেকে গ্রেফতার হওয়া মো. সাদেক আলী ওরফে মিঠু, মোহাম্মদ তৌহিদুর রহমান ওরফে গামা, আমিনুল মল্লিক, জাকিরুল্লাহ ওরফে হাসান, মো. আরিফুল ইসলাম ওরফে আহসান, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান ও আবুল বাসার।

হত্যার একদিন পর অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত চার দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা করেন। বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়। পরে মামলার তদন্ত সিআইডিতে হস্তান্তর করা হয়।

পূর্বাশানিউজ/২৩-,মে ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি