শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ সেরা সাঁতারুদের দেশ হবে : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নদীমাতৃক বাংলাদেশ বিশ্বের সেরা সাঁতারুর দেশ হিসেবেই পরিচিত হবে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নৌ-বাহিনী সদর দপ্তরে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে প্রথমবারের মতো শুরু হয় প্রতিভাবান সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতাসেরা ‘সাতারুর খোঁজে বাংলাদেশ’। ইংলিশ চ্যানেল বিজয়ী প্রথম বাঙালি সাঁতারু ব্রজেন দাস (১৯৫৮) ও মোশাররফ খান (১৯৮৮) কৃতী সাতাঁরুদের ঐতিহ্য সমুন্নত রেখে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় দেশব্যাপি শুরু হয় এই প্রতিযোগিতা। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় এই আয়োজনের প্রচার প্রচারণা ছিলো বিশেষভাবে লক্ষ্যনীয়।

প্রথম পর্বে প্রায় ছয় মাস ধরে দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে চলে সেরা সাঁতারুর খোঁজ। বয়সভিত্তিক চারটি গ্রুপের এই প্রতিযোগিতায় দেশের ৪৮৯ উপজেলা থেকে প্রায় ২৫ হাজার সাঁতারু অংশগ্রহণ করে। ৬৪টি জেলা থেকে মোট ১২৭৫ জন প্রতিভাবান সাঁতারু বাছাই করে তাদেরকে পুরষ্কৃত করা হয়। দ্বিতীয় পর্বে প্রতিযোগিদের ঢাকায় এনে আবারো প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জনক নির্বাচিত করা হয়।

এদেরই একজন চাঁপাইনবাবগঞ্জের পল্লব কুমার কর্মকার (১১)। একটি পা না থাকা সত্ত্বেও কৃতিত্বের সাথে উন্নীত হয় পরবর্তী পর্যায়ে। বাংলাদেশ সুইমিং ফেডারেশন তাকে বিশেষভাবে উৎসাহ যোগায়।

তৃতীয় পর্যায়ে উন্নীত সাতাঁরুরা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের তত্ত্বাবধানে তিনমাস নিবিড় প্রশিক্ষণের সুযোগ পায়। বৃহস্পতিবার চূড়ান্ত প্রতিযোগিতায় নির্বাচিত হয় সেরা ৬০ জন সাঁতারু। পুরষ্কার সহ চারটি ইভেন্টের সেরা চারজন নারী ও চারজন পুরুষ সাঁতারু পান বিশেষ পুরষ্কার। এই কৃতি সাঁতারুরা দেশে বিদেশে তিন বছর দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাবেন। সেই সাথে এদের শিক্ষাসহ ভবিষ্যৎ জীবন গড়ার সকল দায়িত্ব গ্রহণ করছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। বিটিভি

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশ নদীমার্তৃক দেশ। এদেশের ছোট শিশুরা ছোট বেলা থেকে খাল, বিল, পুকুর, নদীতে ঝাপ দিয়ে সাঁতার কেটেই বড় হয় এবং এই সাঁতার শেখা এক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। তবে এটাও ঠিক শহরের জীবনে এসে মানুষ সাঁতার কাটার কথা ভুলে যায়। শুধু যারা গ্রামের সাথে সংযোগ আছে তারাই সাতাঁর কাটে। তাই আমরা চেষ্টা করছি বাংলাদেশকে বিশ্ব সেরা সাঁতারুর দেশ হিসেবে চিনবে সেটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, সাঁতারুদের সরকারি ভাবে উপযুক্ত প্রশিক্ষন অতীতে ছিলো না। কিন্তু আজকে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি। তারপরও আমরা দেখছি আমাদের সাঁতারুরা সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ১২তম এস এ গেমসে মাফুজা খাতুন মহিলাদের সাঁতার খেলায় ১০০ মিটার  ও ৫০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে দুইটি স্বর্ণ পদক জিতেছেন। এছাড়া এই গেমসে আরো ১৭টি পদক অর্জন করে আমাদের খেলোয়াড়রা বিদেশের মাটিতে দেশের সুনাম অর্জন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাই শেখ কামাল, জামাল, সহ পুরো পরিবার খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি অরো বলেন, আমাদের জাতির পিতাও খেলাধুলা, সাঁতার এবং বিশেষ করে ফুটবল খেলতেন। আমার দাদা নিজেও একজন ফুটবল খেলোয়ার ছিলেন। আমাদের পরিবারটাও খেলাধুলার সাথে জড়িত। আমার ভাই এবং তাদের স্ত্রীরাও খেলাধুলায় পারদর্শী ছিলো। আমাদের দূর্ভাগ্য আজ তারা আমাদের মাঝে নেই। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির পিতাকে নির্মম ভাবে হত্যা করা হয়। সেই সাথে আমার মা, ভাই ও তাদের স্ত্রীদের মেরে ফেলেছিলো।

বঙ্গবন্ধুর কথা স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্বরণ করি চার নেতার প্রতি। তিনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে প্রেরণা জুগিয়েছেন, শক্তি দিয়েছেন, আমাদের কবি কাজী নজরুল ইসলাম এবং সমাজ থেকে অনাচার, অবিচার এবং অন্ধকার জগৎ থেকে তরুণ সমাজ যেন এগিয়ে যেতে পারে সেই পথ কবি দেখিয়েছেন। আমরা যে আমাদের মহান মুক্তিযুদ্ধের ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি সেই ‘ জয় বাংলা’ স্লোগানটিও কবি কাজী নজরুল ইসলাম এর একটি কবিতার থেকে নেয়া হয়েছে ।

তিনি বলেন, আমরা যখনি আওয়ামী লীগ সরকার গঠন করেছি এবং ক্ষমতায় এসেছি তখন থেকেই চেষ্টা করেছি আমাদের ক্রিয়া ক্ষেত্রে ছোট শিশু, যুব সমাজ, তরুণ-তরুণী কিভাবে সম্পৃক্ত গতে পারে এবং প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদে সাঁতারুদের যে নৈপুণ্য দেখেছি তাতে আমি অত্যন্ত আশাবাদী। আমাদের জাতির পিতাও খেলাধুলা, সাঁতার এবং বিশেষ করে ফুটবল খেলতেন। আমার দাদা নিজেও একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। আমাদের পরিবারটাও খেলাধুলার সাথে জড়িত। আমার ভাই এবং তাদের স্ত্রীরাও খেলাধুলায় পারদর্শী  ছিলো। আমাদের দুর্ভাগ্য আজ তারা আমাদের মাঝে নেই। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির পিতাকে নির্মম ভাবে হত্যা করা হয়। সেই সাথে আমার মা, ভাই ও তাদের স্ত্রীদের মেরে ফেলেছিলো। তবে আমি এটুকু চাই আমরা বাংলাদেশ এবং বাংলাদেশে জনগণ বিশ্বে একটা মর্যাদার আসনে বসতে পারে। তাই সর্বক্ষেত্রে আমাদের ছেলে-মেয়েদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। আমরা স্কুল পর্যায়ের থেকে ছেলে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা রেখেছি। আমরা একেবারেই তৃণমূল পর্যায় থেকে এই ব্যবস্থা রেখেছি তাতে আস্তে আস্তে আমাদের খেলাধূলার উৎকর্ষতা বৃদ্ধি পাবে। এর জন্য ছোট বেলার থেকেই ট্রেনিং দেয়া দরকার। এবং সেই সাথে সাথে অন্যান্য যে দেশীয়  খেলাধুলা আছে সেগুলোকে গুরুত্ব দিয়ে চর্চার ব্যবস্থা নেয়া হয়েছে। খেলাধুলার মাধ্যমে  ছেলেমেয়েদের শারীরিক দিক ভালো থাকবে । মনের দিক থেকে উদার হবে এবং মানসিক শক্তি পাবে।

পূর্বাশানিউজ/২৫-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি