মাদারগঞ্জে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে (১৩) প্রেমের ফাঁদে ফেলে দুই দিন গোপন স্থানে আটক রেখে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বালিজুড়ী বাজারে একটি বাসায় এ ঘটনা ঘটে। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কোয়ালিকান্দি গ্রামের খইদরের ছেলে রিপন (২০) ও বালিজুড়ী পূর্বপাড়া গ্রামের খালিদ হোসেনকে (২৮) আসামি করে বৃহস্পতিবার রাতে মাদারগঞ্জ থানায় মামলা করেছেন। শুক্রবার সকালে পুলিশ ভিকটিমকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আসামি গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করে। বৃহস্পতিবার রাতেই পুলিশ অভিযুক্তের বাবা খইদরকে কোয়ালিকান্দি বাজার থেকে আটক করে।
পূর্বাশানিউজ/২৭-মে,২০১৭/ফারজানা