শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে ভবন ঘেরাও; যেকোনো সময় অভিযান


সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে ভবন ঘেরাও; যেকোনো সময় অভিযান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানী ঢাকার অদূরে সাভারের মধ্যগণ্ডা এলাকায়া জঙ্গি আস্তানা সন্দেহে একটি ছয়তলা ভবন ঘেরাও করে রেখেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও ঢাকা জেলা পুলিশ যৌথভাবে ভবনটি ঘিরে ফেলে। শনিবার যেকোনো সময় অভিযান শুরু হতে পারে।

ছয়তলা বাড়িটির মালিক সৌদিপ্রবাসী। বাড়িটির দোতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। দোতলারই একটি ফ্ল্যাটে পাঁচ-ছয়জন তরুণ থাকে বলে জানা গেছে। আরেকটি ফ্ল্যাটে এক যুবক ও দুই নারী থাকেন। সিরাজুল নামের একজন কেয়ারটেকার বাড়িটির দেখাশোনা করেন।

এর আগে  শুক্রবার বিকালে সাভারের নামগ্যান্ড্যা এলাকার একটি বাড়ি ঘিরে ছিল পুলিশ। ওই বাড়ির বাসিন্দা মনির হোসেন জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে পুলিশের কাছে তথ্য ছিল। তবে অভিযানের আগেই মনির বাড়ি থেকে পালিয়ে যায়। ফ্ল্যাটে তার স্ত্রী রিমু আক্তার এবং তাদের এক ছেলে ও মেয়েকে পায় পুলিশ।  পাশের ফ্ল্যাটেও একজন জঙ্গি থাকতেন বলে জানা গেছে।

পূর্বাশানিউজ/২৭-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি