শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খুলনায় রেলস্টেশনের নির্মাণ কাজ শেষ হবার আগেই প্লাটফর্মে ফাটল


খুলনায় রেলস্টেশনের নির্মাণ কাজ শেষ হবার আগেই প্লাটফর্মে ফাটল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

খুলনায় আধুনিক রেল স্টেশন নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই প্লাটফর্মের ছাদে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় শংকা দেখা দিয়েছে রেল স্টেশনের স্থায়িত্ব নিয়ে। নির্মাণকারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের বিরুদ্ধে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা।

তিনতলা স্টেশন ভবনের কাজ শেষ পর্যায়ে থাকলেও ৩টি প্লাটফর্মের অধিকাংশ কাজ বাকি। কিন্তু নির্মাণ শেষ হওয়ার আগেই ২ নম্বর প্লাটফর্মের ছাদের বামদিকে দুটি ও ডান দিকে তিনটি জায়গায় এবং ৩ নম্বর ফ্লাটফর্মের মাঝামাঝি দুটি জায়গায় ফাটল দেখা দিয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণেই এ অবস্থা হয়েছে বলে দাবি স্থানীয়দের। নির্মাণ প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কর্মকর্তারা ফাটলের বিষয়টি স্বীকার করে বলছেন, আবহাওয়ার কারণে এ ফাটল দেখা দিয়েছে।

তমা কনস্ট্রাকশনের উপ-সহকারী প্রকৌশলী মোসাব্বির হক বিপ্লব বলেন, ‘আমরা বুয়েট থেকে একজন প্রোফেসর এনেছিলাম ড. শফিউল বারি স্যারকে। স্যার দেখে বলেছেন এটা কোনো সমস্যা না। যে ফাটলগুলো আছে এগুলো রিপেয়ার করে দেওয়া হবে’।

অনিয়মের তদন্ত ও দোষীদের শাস্তির কথা জানালেন রেল মন্ত্রণালয়ের সচিব।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘একটা কমিটি করব, সে কমিটি এটা চিহিত করবে যে সমস্যা কোথায় ছিল। যারা দায়ি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং এটা সংশোধনের জন্য যে প্রক্রিয়া সেটা আমরা অনুসরন করব’।

খুলনা ২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান বলেন, ‘মাননীয় মন্ত্রী মহাদয়ের সাথে কথা বলে আমি এর পরবর্তী যে ব্যবস্থা বা পদক্ষেপ নিলে ভাল হয় আমরা সেটা করব’।

২০১৫ সালে রেলওয়ের ৩০ একর জমির উপর ৮৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক রেল স্টেশন নির্মাণ শুরু হয়। ঠিকাদার প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন এর দায়িত্ব পায়। ২০১৬ সালের ডিসেম্বরে এর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো শেষ হয়নি।

পূর্বাশানিউজ/২৮-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি