রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভ্যাটের হার ১৫ শতাংশই থাকছে অর্থমন্ত্রীর ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ব্যবসায়ীদের আপত্তির মুখে তিন সপ্তাহ আগে ভ্যাটের হার কমানোর প্রতিশ্রুতি দিলেও বাজেটের পাঁচ দিন আগে আবার সেই ১৫ শতাংশের কথাই বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সচিবালয়ে নিজের দপ্তরে কয়েকজন সাংবাদিককে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘অনেক আলোচনা করে আমরা শেষ পর্যন্ত ভ্যাটের হার ১৫ শতাংশই রাখছি।’ তবে ভ্যাটমুক্ত টার্নওভারের সীমা এবার বাড়ানো হচ্ছে এবং দুই এক দিনের মধ্যে নতুন সীমা ঠিক করা হবে বলে জানান তিনি।
বর্তমানে ৩০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার (বার্ষিক বিক্রি) ভ্যাটমুক্ত। আর ৩০ লাখ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের ক্ষেত্রে ৩ শতাংশ ভ্যাট প্রযোজ্য।
এবার ৮০ লাখ টাকার ওই সীমা বাড়িয়ে এক কোটি ২০ লাখ টাকা বা তার বেশি করা হচ্ছে জানিয়ে মুহিত বলেন, সেক্ষেত্রে ভ্যাটের হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪ বা ৫ শতাংশ করা হতে পারে।
‘অর্থাৎ, আমরা এই বাজেটে ছোট ব্যবসায়ীদের বিশেষ ছাড় দিচ্ছি,’ বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, দেশে আট লাখ নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও ভ্যাট দেয় মাত্র ২৫ থেকে ২৬ হাজার। ‘এই সংখ্যা আমরা আগামী বছর দ্বিগুণ বাড়িয়ে ৫০ হাজারে নিয়ে যেতে চাই।’ মুহিত দাবি করেন, এই ভ্যাট কাঠামোতে বাজারে পণ্যমূল্য কোনো অবস্থাতেই বাড়ার কথা নয়। ‘রোজার কারণে ব্যবসায়ীরা কিছুটা বাড়িয়ে দিয়েছেন। ভ্যাটের কারণে বাড়ার কারণ নেই।’ এ সরকারের সময়ে তার দেয়া কোনো বাজেটের পরপরই দ্রব্যমূল্য বাড়েনি বলে মুহিতের দাবি।
তিনি জানান, আগামী ১ জুন দুপুর দেড়টায় তিনি জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা শুরু করবেন; সন্ধ্যার আগেই বাজেট বক্তৃতা শেষ হবে। এবার তার বাজেট বক্তৃতার শিরোনাম হবে ‘উন্নয়নের মহাসাগরে বাংলাদেশ: সময় এখন আমাদের’। আগামী ২৯ জুন সংসদে বাজেট পাস হবে।
২০১২ সালের ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন’ অনুযায়ী ১৫ শতাংশ ভ্যাট কার্যকর করার কথা ছিল গত বছরের ১ জুলাই থেকে। কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে তা পিছিয়ে দেয় সরকার।
তখন বিদ্যমান প্যাকেজ ভ্যাটের হার বাড়িয়ে বলা হয়, ২০১৭ সালের ১ জুলাই থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট নেয়া হবে। ব্যবসায়ীদের দাবির কারণে এবারও যে তা হচ্ছে না, সে ইংগিত পাওয়া যায় গত ১০ মে। অর্থমন্ত্রী সেদিন ভ্যাট আইনে সংশোধন করে হার নামিয়ে আনার কথা বলেন।
এমনকি গত ২১ মেও সাংবাদিকদের তিনি বলেছিলেন, ভ্যাট কমিয়ে আগামী ২৫ অথবা ২৬ মে নতুন হার নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি দেয়া হবে।
এরপর গত ২৪ মে তিনি জানান, ভ্যাটের হার ঠিক করতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসবেন। কিন্তু সেই আলোচনার পর ১৫ শতাংশ ভ্যাট আদায়ের সিদ্ধান্তেই থাকার কথা জানালেন তিনি।
চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দুই লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা, যার মধ্যে মূসক বা ভ্যাট থেকেই ৭২ হাজার ৭৬৪ কোটি টাকা আসবে বলে মুহিত আশা করেছিলেন।
ওই লক্ষ্যমাত্রা পূরণ না হলেও রাজস্ব আদায় এবার গত অর্থবছরের তুলনায় বেশি হবে বলে এনবিআর কর্মকর্তারা আশা করছেন।
আগামী অর্থবছরের জন্য চার লাখ কোটি টাকার বেশি অর্থ ব্যয়ের পরিকল্পনা ধরে যে বাজেট মুহিত সাজাচ্ছেন, সেখানে কত টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা থাকছে আর তার কত শতাংশ ভ্যাট থেকে আসবে_ সেই হিসাব জানতে ১ জুন বাজেট বক্তৃতা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পূর্বাশানিউজ/২৮-মে,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি