রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » প্রস্তাবিত বাজেটে অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে ৪৫ হাজার ২৩৫ কোটি টাকা


প্রস্তাবিত বাজেটে অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে ৪৫ হাজার ২৩৫ কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ৪৫,২৩৫ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  এর মধ্যে রাজস্ব বোর্ডকেই অতিরিক্ত আয় যোগান দিতে হবে ৪৫,০৩৮ কোটি টাকা। বাকী আয় আসবে রাজস্ব বোর্ড বহির্ভুত রাজস্ব থেকে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ তথ্য জানান।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্য ধরা হয়েছে ২,৮৭,৯৯০ কোটি টাকা। বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে এ পরিমান ছিল ২,৪২,৭৫২ কোটি টাকা। আগামী অর্থবছরে সরকারকে অতিরিক্ত ১৮ দশমিক ৬৩ শতাংশ অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে।  এর মধ্যে রাজস্ব বোর্ডকেই অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করতে হবে ১৮ দমমিক ৫৫ শতাংশ। আর মাত্র দশমিক ৭ শতাংশ অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে রাজস্ব বোর্ড বহির্ভুত করসমূহ থেকে।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে আরও বেশি। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে রাজস্ব প্রক্কলন করা হয় ২১৮৫০০ কোটি টাকা। সে হিসাবে ২০১৭-১৮ অর্থবছরে অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে ৬৯,৪৯০ কোটি টাকা। যা অতিরিক্ত হবে ২৮ দশমিক ৬২ শতাংশ।

০১/০৬/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি