বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘লংগদুর ঘটনায় শাস্তি নিশ্চিত করা হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা হত্যার প্রতিবাদ মিছিল থেকে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস যেন কেউ দেখাতে না পারে, সে জন্য সরকার অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।’

লংগদুর পাহাড়িদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তিনশজনকে আসামি করে মামলা হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘এদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ ঘটনা সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তদন্তকাজ শেষ হলেই বলা যাবে যে ওই ঘটনার সঙ্গে কারা জড়িত।’

অন্যদিকে হলি আর্টিজানের ঘটনার তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনার তদন্তকাজ শেষ, অভিযোগপত্রও চূড়ান্ত। অল্প সময়ের মধ্যেই তা আদালতে পেশ করা হবে।’

এ ছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শপিংমলসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো অঘটন যেন না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পূর্বাশানিউজ/০৪-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি