শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আপন জুয়েলার্সের শোরুম খুলতে বাধা নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আপন জুয়েলার্সের বন্ধ হওয়া শোরুম খুলতে বাধা নেই বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

আজ সোমবার সকালে মোবাইল ফোনের ক্ষুদেবার্তায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, আপন জুয়েলার্স থেকে জব্দ করা স্বর্ণ ও ডায়মন্ড আমদানি কিংবা ক্রয়ের বৈধতা যাচাইয়ে শুল্ক অধিদফতর দীর্ঘ তদন্ত করেছে। কিন্তু তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। সেই জন্যে জব্দ হওয়া সোনা ও হীরা বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

মইনুল খান বলেন, আপন জুয়েলার্সের বিরুদ্ধে চলা অভিযানের আইনগত কার্যক্রম শেষ হয়েছে। ফলে তাদের বন্ধ হওয়া ৫ টি শোরুম খুলতে পারবে।

আপন জুয়েলার্সে কয়েকদফা অভিযানে প্রায় ১৫ দশমিক ১৩ মন স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা কতৃপক্ষ। এরপর প্রতিষ্ঠানটির ৫টি শোরুম সিলগলা করে দেয়া হয়।

আজ সোমবার আনুষ্ঠানিক অনুমতি দেয়ার পর শোরুম খুলতে এখর আর আইনি বাধা নেই।

এর আগে শুল্ক গোয়েন্দার কয়েক দফা অভিযানে আপন জুয়েলার্সের ৫টি শোরুম থেকে মোট ১৫ দশমিক ১৩ মণ স্বর্ণ, ৭ হাজার ৩শ’ ৬৯ পিস ডায়মন্ডখচিত অলঙ্কার জব্দ করে। এছাড়াও নগদ ৬৭ লাখ ৪০ হাজার টাকা ও ১০০ মার্কিন ডলারও জব্দ করা হয়। সিলগালা করা হয় শোরুমগুলো। জব্দকৃত আলংকারগুলোকে ‘অবৈধ’ উল্লেখ করে রোববার বাংলাদেশ ব্যাংকের ভল্টে তা জমা করা হয়েছে।

পূর্বাশানিউজ/০৫-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি