সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মোমেনকে শুভেচ্ছা জানালো প্রবাসীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আমেরিকার নিউ ইয়র্ক সিটির লং আইল্যান্ডে সাগর রেস্টুরেন্টের গত শনিবার সেবামূলক সংস্থা আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন।

ড. এ কে এ মোমেনকে শুভেচ্ছা জানাতেই বীর চট্টলার প্রবাসীরা এ মাহফিলে ব্যাপকভাবে অংশ নেন। ২০০৯ সাল থেকে জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন ড. এ কে এ মোমেন। ২০১৫ সাল পর্যন্ত অত্যন্ত দাপটের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। গত মাসে পারিবারিক কারণে ড. এ কে এ মোমেন ফের নিউইয়র্কে আসেন।

ইফতার মাহফিলে ড. এ কে এ মোমেনকে অভিনন্দন জানান চট্টগ্রামের প্রবাসীরা। এসময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সহায়তার জন্যে ড. মোমেনকে অনুরোধ জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, চট্টগ্রাম সমিতির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সমিতির সভাপতি আব্দুল হাই জিয়া, সাবেক সভাপতি কাজী আজম, চট্টগ্রামের সন্তান ও বাংলাদেশি-আমেরিকান ডেমক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার, তথ্য ও গবেষণা সম্পাদক মোরশেদা জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি লাবলু আনসার, সেক্রেটারি শহিদুল ইসলাম প্রমুখ।

ইফতারের প্রাক্কালে ক্বারি সুলতান মাহমুদ কর্তৃক বিশেষ মোনাজাতে বাংলাদেশের সুখ-শান্তি সমৃদ্ধির পাশাপাশি প্রবাসীদেরও নিরাপদ জীবনের জন্যে সৃষ্টিকর্তার করুণা প্রার্থনা করা হয়।
পূর্বাশানিউজ/০৫-,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি