রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রবাসী আয় কিছুটা বেড়েছে মে মাসে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিগত বছরের যেকোনো মাসের চেয়ে গত মে মাসে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছেন। ২০১৭ এর মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৬ কোটি ডলার। গত ১১ মাসের মধ্যে মে মাসেই প্রবাসীরা সবচেয়ে বেশি আয় দেশে পাঠিয়েছেন।

২০১৬ সালের মে মাসে প্রবাসী আয় এসেছিল ১২৪ কোটি ডলার। মার্কিন ডলারের বিপরীতে ক্রমেই মান কমছে বাংলাদেশি টাকা। এর ফলে বৈধ চ্যানেলে প্রবাসী আয়ও বেড়েছে। মূলত বেশি টাকা পাওয়ার আশায় প্রবাসীরা আবারও বৈধ চ্যানেলে ফিরে আসছেন। এ ছাড়া চলতি রমজান ও ঈদকে সামনে রেখেও আয় কিছুটা বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে চলতি অর্থবছরে ১১ মাসে প্রবাসী আয় কমেছে ১৪ শতাংশ। চলতি অর্থবছরের ১১ মাসে এসেছে ১ হাজার ১৫৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৩৪৬ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাস আয় এসেছে গত মে মাসে, যার পরিমাণ ১২৬ কোটি ডলার। চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ১০০ কোটি ডলার, ফেব্রুয়ারিতে আসে ৯৪ কোটি ডলার, মার্চে ১০৭ কোটি ডলার ও এপ্রিলে আসে ১০৯ কোটি ডলার।

গত মাসে ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসে ২৬ কোটি ডলার, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত এপ্রিলের শুরুতে প্রতি ডলারের আন্তব্যাংক গড় মূল্য ছিল ৭৯ টাকা ৬৮ পয়সা। চলতি মাসের শুরুতে প্রতি ডলারের আন্তব্যাংক গড় মূল্য বেড়ে হয় ৮০ টাকা ৩৫ পয়সা। তবে গতকাল তা বেড়ে হয় ৮০ টাকা ৫৭ পয়সা।

ডলারের বিপরীতে টাকা দুর্বল হয়ে পড়ায় বেশি মুনাফা পাচ্ছে প্রবাসী আয়ের সুবিধাভোগীরা। এ কারণে প্রবাসীরাও ব্যাংকিং চ্যানেলে বেশি অর্থ পাঠাচ্ছেন।

পূর্বাশানিউজ/০৫-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি