শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাজেটে সমস্যা থাকলে সমাধান হবে: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রস্তাবিত বাজেটে কোনো সমস্যা থাকলে তার সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, বাজেট পেশ করা হয়েছে, সংসদে আলোচনা হবে। হয়তো কারও কিছু সমস্যা থাকতে পারে, নিশ্চয় তা দেখা হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র একাংশের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী বলেন, চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে। এত বড় বাজেট আর কখনো কেউ দেয়নি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বলেছেন, আওয়ামী লীগের পায়ের নিচে নাকি মাটি নেই। তাকে একটা কথা বলতে চাই, মাটি ও মানুষ থেকে আওয়ামী লীগের জন্ম। বিএনপির মাটি থেকে জন্ম হয়নি, তাদের জন্ম ক্ষমতার উচ্চ শিখর থেকে। আর যাদের জন্ম ক্ষমতার উচ্চ শিখর  থেকে, তাদের পায়ের নিচে মাটি থাকে না। সাংবাদিকতা নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নীতিহীন বা হলুদ সাংবাদিকতা কারও কাছে গ্রহণযোগ্য নয়। এ সময় তার আমলে পত্রিকা, টেলিভিশন ও রেডিও লাইসেন্স দেয়াসহ গণমাধ্যমের সমপ্রসারণ ও গণমাধ্যমের জন্য  নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। গণমাধ্যম কর্মীদের জন্য নতুন ওয়েজবোর্ড চূড়ান্ত হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মালিকদের কারণে এটি আটকে আছে। এখন পর্যন্ত মালিকেরা প্রতিনিধি দেয়নি। মালিকেরা প্রতিনিধি দিলে কাজ শুরু করে দিতে পারে। প্রত্যেক মালিক  যেন ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের সুযোগ-সুবিধা দেন  সেই আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধীদের বিচার করেছি। প্রত্যেকটি সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না।
বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ বক্তব্য রাখেন।

পূর্বাশানিউজ/০৫-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি