মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাজা কমিয়ে ঐশীকে যাবজ্জীবন কারাদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক

মা-বাবার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আাদলত। ঐশীর আবেদনের প্রেক্ষিতে ৫ জুন সোমবার এ রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

ঐশীর শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে আদালত এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের বাসা থেকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা করেন।

এই মামলায় ২০১৫ সালের ১৫ নভেম্বর ঐশী রহমানকে দুবার মৃত্যুদণ্ড দেন আদালত। একইসঙ্গে ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছর কারাদণ্ডাদেশ ও অপর আসামি আসাদুজ্জামান জনিকে খালাস দেন আদালত। ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন।

পূর্বাশানিউজ/০৫-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি