সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টিকিট আছে, যাত্রী নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এবারের রমজানের ঈদে ট্রেনের টিকিট বিক্রয়ের প্রথম দিনেই যাত্রীদের চাহিদা না থাকায় সকাল থেকে ৪টা পর্যন্ত টানা ৮ ঘন্টায় প্রায় ৪০ শতাংশ টিকিট কাউন্টারেই দেখা গেছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিআইপি ও মহিলা কাউন্টারসহ ১০টি কাউন্টারে বেলা ১১টা পর্যন্ত কিছুটা যাত্রী দেখা গেলেও দুপুরের পরে কাউন্টারগুলোতে কার্যত ট্রেনে বাড়ি ফেরা ভ্রমণকারি যাত্রী শূন্যই ছিল। সোমবার বিকাল ৪টা পর্যন্ত সরেজমিনে চট্টগ্রাম রেলষ্টেশনে এমন দৃশ্য দেখা গেছে। রমজানের ঈদকে সামনে রেখে চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে সুষ্টু ও সুন্দরভাবে পরিচালনা করতে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপিসহ রেলের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া রয়েছে।

আজ সোমবার অগ্রিম টিকিটের প্রথম দিনের (২১ জুনে টিকেট) টিকিট বিক্রয়ের সময় চট্টগ্রাম রেলস্টেশনে উপস্থিত ছিলেন, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মো. আবদুল হাই, চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মো. জাহাঙ্গীর আলম, প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদার সাহাদাত আলী, ডিসিও মিজানুর রহমান, স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ, স্টেশন মাস্টার মাহবুবুর রহমান খানসহ অন্যরা। তবে টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে স্টেশনে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এতে নিয়মিত মনিটরিং করবেন র‌্যাব, পুলিশসহ রেলের দায়িত্বশীলরা। স্থাপন করা হয়েছে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পও। তাছাড়া কমলাপুর রেলস্টেশনে মহাপরিচালক (ডিজি) মো. আমজাদ হোসেন, যুগ্ম-মহাপরিচালক (জেডিজি-অপারেশন) এসএম মুরাদ হোসেনসহ অন্যন্যরা কর্মকর্তারা প্রথম দিনের টিকিট বিক্রয় পরিদর্শন করেন।

পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মো. আবদুল হাই বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সকল পরিবেশ পরিস্থিতি ও মনিটরিং নিয়ন্ত্রণে রেখেই প্রথমদিনে ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৫ হাজার থেকে ২০ হাজার যাত্রী পরিবহন করবে। তিনি বলেন, কালোবাজারিসহ অনিয়ম রোধে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরাও। এতে ট্রেনের যাত্রীদের সুবিধা ও কঠোর নিরাপত্তার মাধ্যমে ট্রেন যাত্রী পরিবহনসহ বিভিন্ন বিষয়ে সর্তক থাকতে রেলপথ মন্ত্রীর নির্দেশনা রয়েছে। তবে কোন ধরণের অনিয়মের সাথে কেউ জড়িত থাকার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদার সাহাদাত আলী বলেন, প্রথম দিনে তেমন কোন টিকিটের চাহিদা নেই যাত্রীদের। বৈরি আবহাওয়া আর ২১ জুন বুধবার সরকারি অফিস খোলার কারণে টিকিটের তেমন চাপ নেই বললেই চলে। এতে কাউন্টারে বিকাল প্রায় সাড়ে তিনটা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ টিকেট দেখা গেছে। তিনি বলেন, সোনার বাংলা ট্রেনের টিকেট ২টার দিকে শেষ হলেও কাউন্টারেই দেখা যায় অন্য ট্রেনগুলোর টিকেট। তাছাড়া যাত্রীদের উপস্থিতি কম থাকায় আসা মাত্রই টিকেট হাতে পাচ্ছেন। তবে আগামি ২২, ২৩, ২৪, ২৫ জুনের টিকেটের জন্য যাত্রীদের ভীড় থাকবে বেশি বলে জানান তিনি। একই কথা বললেন চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) মিজানুর রহমান।

পূর্বাশানিউজ/১৩,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি