রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ধানের দেশে ভাতের কষ্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

‘ভাত পাই না, পাউরুটি খাই?’ সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল হাওরের আলোর দিশারী মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তা জানাচ্ছিলেন আগামী জুলাই থেকে ব্র্যাক পরিচালিত স্কুলগুলোতে মিড ডে মিল (দুপুরের খাবার) চালু করার পরিকল্পনা সম্পর্কে। এটা গত বুধবারের কথা। ব্র্যাকের ওই কর্মকর্তা ঢাকা থেকে যাওয়া আমাদের তিন সাংবাদিকের দু’জনের সঙ্গে আলাপ করছিলেন স্কুলটির পাঠাগারে বসে। বাইরে ছাত্রছাত্রীদের একটি দল, যারা কি-না অকাল বন্যার শুরুতে স্কুল ছেড়ে চলে গিয়েছিল কাজের সন্ধানে, গল্পচ্ছলে তাদের স্কুল ছেড়ে যাওয়া এবং ফিরে আসার বিষয়টি জানার চেষ্টা করছিলাম। অনাহারে-অর্ধাহারে স্কুল করতে আসা ওই ছাত্ররা খাবারের কথায় উৎকর্ণ হয়ে ওঠে। খাবারের তালিকায় ভাত না থাকায় হতাশ হয়ে তাদেরই একজন ষষ্ঠ শ্রেণির অপু মিয়া মন্তব্য করে- ‘ভাত পাই না, পাউরুটি খাই?’

অপুর এমন মন্তব্যে মনে পড়ল সুনামগঞ্জেরই ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মোখলেছুর রহমানের কথা। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের এক দুপুরে তার সঙ্গে আলাপ হয়েছিল। ততদিনে তাদের জয়শ্রী ইউনিয়ন সংলগ্ন চন্দ্র্রসোনার থাল হাওর ভেসে গেছে। মোখলেছুর রহমান বলছিলেন, ‘আমার পরিবারেও গত দু-দিন ধরে আডা খাওয়া চলতাছে। আডা খাইয়া তো পা চলে না।’ জয়শ্রী বাজারের এক প্রান্তে বরাইদ নদীতীরে আরও অনেকের সঙ্গে তখন সেখানে উপস্থিত ছিলেন জয়শ্রী গ্রামের বাসিন্দা পূর্বপরিচিত বন্ধু নূরে আলম সিদ্দিকী। নূরে আলম জানালেন, .হাওরের মানুষ রুটি খাওয়াকে তুচ্ছার্থে ‘আডা খাওয়া’ বলে। ঘরে চাল নেই, এমনটা ভাবতেই পারে না হাওরবাসী।

যাদের নিজের জমি নেই, বর্গা জমি চাষ করে হলেও সারাবছরের খোরাকির চাল সংগ্রহে রাখেন তারা। তিন বেলা ভরপেট ভাত খেতে অভ্যস্ত এসব মানুষ ভাত ও রুটির পুষ্টিগুণের পার্থক্য বোঝেন না, বুঝতে চানও না। অভ্যস্ততার কারণেই তাদের মনে হয়, ভাত না খেলে শরীরে বল পাওয়া যায় না। তবু এবার মাঠের ফসল ভেসে যাওয়ায় ঘোর দুর্দিনে পড়া হাওরবাসী ভাতের বিকল্প ভাবতে বাধ্য হচ্ছে। ব্র্যাকের দিরাই উপজেলা উন্নয়ন সমন্বয়কারী পারুল আখতার জানান, জুলাইয়ের ৫ তারিখ থেকে ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দুপুরের খাবার দেওয়া শুরু হবে। সপ্তাহের যে ক’দিন স্কুল খোলা থাকবে সে দিনগুলোতে কোনো দিন খিচুড়ি, কোনো দিন ডিম ও বিস্কুট এবং কোনো দিন পাউরুটি ও কলা দেওয়া হবে। দুর্দিনে ছাত্রছাত্রীদের স্কুলে ধরে রাখার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের বাড়ি থেকে নিয়ে আসার জন্য নৌকার ব্যবস্থাও করা হয়েছে।

আগে এমন দুর্দিন আরও দু-একবার দেখেছে হাওরবাসী- এমনটাই বললেন বাউল সম্রাট শাহ আবদুল করিমের ছেলে শাহ নূরজালাল। তিনি শোনালেন করিমের একটি গানের কয়েক লাইন_ ‘চৈত্র মাসে বৃষ্টিজলে নিল বোরো ধান/ হায় কী করি, ভেবে মরি বাঁচে কি-না প্রাণ/ দারুণ সমস্যা এসে দাঁড়াল হঠাৎ/ ঘাস বিনে মরিবে গরু, মানুষের নাই ভাত।’ গত বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন বিষয় নিয়ে আলাপের একপর্যায়ে নূরজালাল জানান, বাউল করিম শাহ এই গানটি লিখেছিলেন ১৯৮৫ সালের দিকে। সেবার অতিবৃষ্টিতে হাওরের ফসল ভেসে গিয়েছিল।

এবার অবশ্য অতিবৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। গত ২৭ মার্চ থেকে সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে একের পর এক হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যায় বোরো ধান। প্রাকৃতিক বৈশিষ্ট্যে হাওর বাংলাদেশের অন্য সব অঞ্চল থেকে স্বতন্ত্র। বাংলাদেশকে ‘ধানের দেশ গানের দেশ’ বলা হয়ে থাকে। এ কথাটি বাকি বাংলাদেশের জন্য অর্ধসত্য হলেও হাওরের জন্য পুরো সত্য। হাওরাঞ্চল বছরের প্রায় সাত মাস পানিতে ডুবে থাকে। বাকি যে পাঁচ মাস শুকনো থাকে, সে সময়ে চাষাবাদ করা হয়। হাওরে একটি মাত্র ফসল হয়। কিন্তু পাহাড়ি ঢল নামার আগে চাষবাসের কাজ শেষ না হলে তা নষ্ট হয়ে যায়, যেমন হয়েছে এবার। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির পর আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে অনেকের ঘরবাড়ি। সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া- এই সাতটি প্রশাসনিক জেলার বিভিন্ন অংশে বিস্তৃত এই হাওর। তবে সুনামগঞ্জের প্রায় সবটাই হাওরাঞ্চল। সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, এক সুনামগঞ্জেই এবার ১৫৪টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে এক লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। সরকারি হিসাবে প্রতি হেক্টরে এক লাখ টাকার ধান উৎপাদন হয় এবং এই হিসাবে শুধু সুনামগঞ্জেই এক হাজার ৬৬৬ কোটি ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের সদস্য সচিব বিন্দু তালুকদার সরকারি এই হিসাব মানতে নারাজ। তার দাবি, সুনামগঞ্জের হাওরে অন্তত তিন হাজার কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তের যে তালিকা করেছে, তাতেও ক্ষয়ক্ষতির প্রকৃত প্রতিফলন নেই।

জেলা প্রশাসনের হিসাবে সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা তিন লাখ ২৫ হাজার ৯৯০। এর মধ্যে বিশেষ ভিজিএফ পাচ্ছে দেড় লাখ পরিবার। বাকি প্রায় পৌনে দুই লাখ ক্ষতিগ্রস্ত পরিবার এখনও ত্রাণ সহায়তার বাইরে। একইভাবে কিশোরগঞ্জ জেলায় সরকারি হিসাবে ক্ষতিগ্রস্ত এক লাখ ৫২ হাজার পরিবার, যাদের মধ্যে মাত্র ৫২ হাজার বিশেষ সুবিধা পেয়েছে।

দিরাইয়ের সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী বলেন, ‘আমি এর আগে দেড় হাজার পরিবারের জন্য বরাদ্দ পেয়েছিলাম। এখন আমার কাছে আরও ২৩৩ পরিবারের জন্য বরাদ্দ এসেছে। ক্ষতিগ্রস্তের তুলনায় এই বরাদ্দ অনেক কম।’ তৃণমূলের এই জনপ্রতিনিধির দাবি, তার ইউনিয়নের হাজার ছয়েক পরিবারের একটিও নেই, যারা ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি নিজের অবস্থা বর্ণনা করে বলেন, ‘মানুষের খাবার যেমন-তেমন, গবাদিপশুর খাবার নেই বললেই চলে। আমার ২২টি গরুর ১৭টি পানির দামে বিক্রি করে দিয়েছি। ব্র্যাক ছাড়া কোনো প্রতিষ্ঠানই গোখাদ্য দেয়নি। তবে ব্র্যাকও তাদের সদস্যদের মধ্যেই গোখাদ্য বিতরণ করেছে।’

যোগাযোগ করা হলে ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীর বলেন, তারা ১০ হাজার পরিবারের কাছে ৪০ কেজি করে গোখাদ্য সরবরাহ করেছেন, যারা তাদের হতদরিদ্রদের উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত। ব্র্যাক ওই পরিবারগুলোকে বিনামূল্যে গরু দান করেছিল এবং ওই প্রাণীগুলোকে রক্ষা করাই সর্বাগ্রে করণীয় মনে করেছে। তাই আবারও গোখাদ্য দেওয়া হবে এবং গবাদিপশুর জন্য প্রয়োজনীয় ইঞ্জেকশন দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখা হবে। তবে এরই মধ্যে ব্র্যাকের পক্ষ থেকে হাওরের দুর্যোগ মোকাবেলায় ১৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যার মধ্যে সারাদেশের ব্র্যাক কর্মীদের একদিনের বেতন প্রায় দেড় কোটি টাকাও রয়েছে বলে ব্র্যাকের এই কর্মকর্তা জানান। তিনি বলেন, এই টাকায় গোখাদ্য বিতরণ ছাড়াও হাওরের ২৭টি উপজেলার ৬৩ হাজার পরিবারকে ৩০ কেজি করে চাল এবং প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫০০ টাকা দেওয়া হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় দফায় ব্র্যাক আরও কর্মসূচি হাতে নিতে যাচ্ছে এবং সে জন্য হাওরের মানুষের জন্য অত্যাবশ্যকীয় প্রয়োজনগুলো নির্ধারণের চেষ্টা করছে।

সরকারি ও বেসরকারি পর্যায় থেকে এ পর্যন্ত যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল বলে মনে করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা। তিনি বলেন, আমরা যখন হাওরের জন্য বিশেষ বরাদ্দ চাইছি, তখন আবার শুনতে পাচ্ছি ঈদের আগে বিশেষ ভিজিএফ বন্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তাহলে এটা হবে মড়ার উপর খাঁড়ার গা। অবশ্য সুনামগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা বলেন, সরকারি এমন কোনো সিদ্ধান্তের কথা তার জানা নেই। এটা হওয়ার কথা নয় এবং হলে সত্যি বিপদ হবে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ভিজিএফ বাতিলের কোনো ঘোষণা দেওয়া হয়নি। আগে উৎসবের সময় ভিজিএফের যে চাল দেওয়া হতো, তা বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। দুর্যোগের সময় দুর্গত ও গরিব মানুষকে যে ভিজিএফ দেওয়া হয়, তা চলবে।

উল্লেখ্য, অতিদরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির মাধ্যমে হাওরে সরকারি চাল দেওয়া হচ্ছে, যা হাওরবাসীর ভাতের কষ্ট লাঘবে অপ্রতুল হলেও ভূমিকা রাখছে।

13/06/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি