রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বান্দরবানে পাহাড় ধসে নিহত ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

টানা বৃষ্টির প্রভাবে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছেন আরও দুইজন। সদর থানার ওসি রফিক উল্লাহ জানান, সোমবার রাতের এসব দুর্ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন – শহরের আগাপাড়ার একই পরিবারের শুভ বড়ুয়া (৮), মিঠু বড়ুয়া (৬), লতা বড়ুয়া (৫) ও কালাঘাটা কবরস্থান এলাকার রেবি ত্রিপুরা (১৮)। নিখোঁজ রয়েছেন – জাইল্লাপাড়ায় একই পরিবারের মা কামরুন্নাহার ও মেয়ে সুফিয়া (২০)।

ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজে যোগ দেয়। আহত তিনজনকে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিখোঁজ কামরুন্নাহার ও মেয়ে সুফিয়ার খোঁজে ধসে পড়া মাটি সরানো হচ্ছে।

শহরের কালাঘাটা কবরস্থান এলাকায় নিহত রেবি ত্রিপুরার বাড়ি গিয়ে দেখা গেছে, পাহাড়ের পাদদেশে প্রায় ২০ ফুট লম্বা টিনের ঘরটির এক-চতুর্থাংশ মাটির নিচে চাপা পড়েছে।

পূর্বাশানিউজ/১৩,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি