সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সহনশীলতার শিক্ষা দেয় রোজা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রমজান ধৈর্যের মাস। সংযমের মাস। সাধনার মাস। আত্মিক উৎকর্ষতার মাস। ইবাদতের মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসকে ধৈর্যের মাস বলে আখ্যায়িত করেছেন। সাধনার মাস বলে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। ইবাদতের মহেন্দ্রক্ষণ বলে বিশেষ গুরুত্বারোপ করেছেন। ধৈর্যধারণ করার অব্যর্থ ও কষ্টকর শিক্ষা নিহীত আছে সিয়াম সাধনার মধ্যে। সেই শিক্ষা প্রতিটি মানুষের জাগতিক কাজ-কর্মে সফল হওয়ার নিয়ামক হিসেবে অহর্নিশ কাজ করে।

বান্দা রাতের শেষাংশে সাহরী খাওয়ার পর থেকে রোজার নিয়ত করে পানাহার পরিত্যাগ করার মাধ্যমে পবিত্র রোজা শুরু করে। এর পর ধীরে ধীরে সকাল পেরিয়ে সময়ের চাকা দুপুরে গড়িয়ে পড়ে। ক্রমে ক্রমে রোজাদারের ক্ষুধাও তৃষ্ণা বাড়তে থাকে। খাবারেরর জন্য অপেক্ষা করতে থাকে পেটের তলানি। জিভের গোড়া একটু পরপর শুকিয়ে আসে। একটু তরল পানির জন্য রসনা অধীর অপেক্ষায় থাকে। সময়ের ঘূর্ণিপাকে ধীরে ধীরে দুপুরের বিপন্নতা দূর হতে থাকে। হাজির হতে থাকে বিকেলের অবসন্নতা। বেড়ে যেতে থাকে তৃষ্ণা ও ক্ষুধার তীব্রতা। এহেন পরিস্থিতিতে আল্লাহর ভয়ে নিজেকে তখন খাবার থেকে বিরত রাখে প্রতিটি রোজাদার। সংযমতা অবলম্বনের দৃঢ়সংকল্প করে। বান্দাকে যেমন ঠিক দুপুরের সময় ক্ষুধার তাড়না পানাহার করার জন্য প্রলব্দ করেছিল। কিন্তু বান্দা তখন প্রভুর নির্দেশের কাছে নফসের বাসনাকে পরিত্যাগ করেছিল। তদ্রƒপ বিকেলের ক্ষুধার তীব্রতায় খাবারের প্রতি নফসের আহ্বানের শক্তিও আরো বহু গুণ বেড়ে যায়। কিন্তু তাতেও বান্দা সাড়া দেয়নি। কারণ নফসের তাড়না থেকে বান্দার মনে প্রভুর সন্তুষ্টি অর্জনের চেতনা অনেক বেশি শক্তিধর। তাই তো ক্ষুধা ও তৃষ্ণার তীব্রতার মাঝেও প্রভু-ভক্ত রোজাদার ধৈর্যধারণ করে। সহ্য করে ক্ষুধার যাতনা। কষ্ঠের মাঝে ধৈর্যধারণ করার এই শিক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসের নামেই রোজা।

বান্দা নিজের চরম আকর্ষণ ও চাহিদা থাকার পরও যখন ধৈর্যকে হাতিয়ার বানিয়ে কষ্টকে পরাজিত করে তখন প্রভু-তুষ্টির সাধনার পথিক এই বান্দার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে পুরষ্কার স্বরূপ ঘোষণা করা হয়, ধৈর্য ধারণকারীদেরকে এত বেশি প্রতিদান দেওয়া হবে যে তা গণনা করে শেষ করা যাবে না। পবিত্র কোরআনে অন্যস্থানে ঘোষণা করা হয়েছে, হে ঈমানদারগণ,তোমরা ধৈর্যধারণ করো, অটল-অবিচল থাক, আল্লাহর রাস্তায় নিজেকে ধরে রাখো এবং আল্লাহকে ভয় করতে থাকো, তাহলে সফলকামী হবে।

এমনিভাবে সূরা কাসাসে-ধৈর্যধারণকারী বান্দাদের ব্যাপারে বলা হয়েছে যে, ধৈর্যের কারণে তাদেরকে একবার নয়- দুই বা ততোধিকবার প্রতিদান দেওয়া হবে। সুতরাং এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে! যখন মহান আল্লাহ ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যধারণকারীদের সঙ্গে আছেন।

তদ্রূপ সহীহ বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু সায়্যিদ খুদরী (রা.) হতে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ধৈর্য থেকে অধিক উত্তম এবং বিস্তৃত কোন দান বান্দার জন্য হতে পারে না। অন্য হাদীসে এসেছে, ইমানদারের সকল কর্মই আশ্চর্যজনকভাবে তার জন্য মঙ্গলজনক হবে। তার কাছে কোনো নেয়ামত এলে সে শুকরিয়া জ্ঞাপন করবে এবং শুকরিয়া জ্ঞাপন করা তার জন্য উচিৎ। আবার যখন কোন বান্দার নিকট বিপদ ও মসিবত আসে এবং সে ধৈর্যধারণ করে এ ধৈর্যধারণ করা তার জন্য পরবর্তীতে সময়ে মঙ্গল বয়ে আনবে।

আসলে ইহকাল ও পরকালে সফলতার কষ্টকর চারিত্রিক গুণের নামেই হল ধৈর্য। মানুষের জীবনে, বিপদে, মসিবতে, কষ্টে ও সংকটে, প্রতিযোগিতা ও প্রতিকুলতায় কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, তার পূর্ণাঙ্গ শিক্ষা নিহীত আছে সিয়াম সাধনায়। আল্লাহ পাক সেই শিক্ষা গ্রহণ করার সবাইকে তাওফিক দান করুন। আমীন।

পূর্বাশানিউজ/১৩,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি