শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দৈনিক বারো রাকাত সুন্নতের বিনিময়ে জান্নাতে ঘর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক :

দৈনিক ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা। চার রাকাত জোহরের আগে ও দুই রাকাত পরে। দুই রাকাত মাগরিবের পর। দুই রাকাত এশার পর ও দুই রাকাত ফজরের সালাতের আগে। আমরা অনেকেই নামাজগুলো পড়তে অলসতা করি। এ অলসতায় কী বিশাল লাভ থেকে বঞ্চিত হচ্ছি, তা আমরা কল্পনাও করতে পারব না। মোমিনজননী উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা.) এর কাছে শুনেছি, ‘যদি কোনো মুসলিম বান্দা ফরজসহ ১২ রাকাত সুন্নত সালাত প্রতিদিন আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন।’ (মুসলিম : ৭২৮)।

পূর্বাশানিউজ/১৮-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি