সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফের সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স রোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শিরাজগঞ্জের উল্লাপাড়ায় নতুনকরে আরো ২৫ জন মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। অসুস্থ্য গরুর মাংস খাওয়ায় এ রোগ দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসক।

গত ২৯’শে মে সিরাজগঞ্জের কালিয়াকৈর গ্রামের খামারি আরিফের একটি গরু অসুস্থ হলে গ্রামবাসি তা জবাই করে ভাগভাগি করে নেয়। তিন-চার দিন পর যারা মাংস কাটা ধোয় করেছিলেন তাদের হাত পা ও বিভিন্ন জায়গা ক্ষত দেখা দেয়।

এলাকার একজন বলেন, অনেক গরু অসুস্থ্য হয়েছে, সে গরু জবাই করে মাংশ সবাইমিলে খেয়েছে। আমার মায়ের সমস্যা দেখা দিয়েছে। মাঝে মাঝে জ্বর আসতেছে। প্রচন্ড কষ্ট হচ্ছে।

এলাকার খামারিরা বলছেন, প্রাণিবিভাগ অ্যানথ্র্যাক্স রোগ সম্পর্কে ধারণা দিলে অসুস্থ্য গরুর মাংস খাওয়া হতনা।

একজন খামারি বলেন, আমরা লোকাল এলাকায় প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে কোন সহযোগিতা পাইনা।

আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম। তারা জানান, রোগীরা দ্রুত সেরে উঠবে ।  মেডিকেল টিমের সদস্য শামসুল আলম সবুজ বলেন, আমরা ২০ জন রোগী সনাক্ত করেছি এবং প্রয়োজন অনুযায়ি যাবতীয় চিকিৎসা দিচ্ছি।

প্রতিবছর পুরো জেলাতে ভ্যাকসিন দিয়ে থাকে প্রাণিবিভাগ। যে কর্মকর্তার অবহেলায় অ্যানথ্রাক্স রোগ দেখা দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

সিরাজগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আখতারুজ্জামান বলেন, যার অবহেলার কারণে এধরনের সমস্যা হয়েছে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

বর্তমানে কালিয়াকৈর ও পার্শবর্তী গ্রাম জয়ন্তপুরে ২৫ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়েছে ।

২০/০৬/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি