শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে বিষপানে গৃহবধূর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

শ্বশুরবাড়িতে নির্যাতন সইতে না পেরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় তাসলিমা বেগম (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে তাসলিমার পরিবারের দাবি তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।

তাসলিমা চারিয়া মাদ্রাসা এলাকার মো.আনোয়ার হোসেনের স্ত্রী। উপজেলার ইছাপুর গ্রামের মো.শফির মেয়ে তাসলিমার সঙ্গে দেড় বছর আগে আনোয়ারের বিয়ে হয়।

তাসলিমার ভাই মোহাম্মদ দুলাল জানান, শনিবার দুপুরে শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে তাদের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল তাসলিমা। সেখান থেকে বিকেলে বাড়ি চলে যান। এখান থেকে দাওয়াত খেয়ে হাসিখুশিভাবে সবাই চলে গিয়েছিল। বাড়িতে যাওয়ার পর আমার বোনের সঙ্গে বিনা কারণে ঝগড়া করেছে। আমার বোন এভাবে ঝগড়ার কারণ জানতে চাইলে তার শ্বশুর গায়ে হাত তোলে। এসময় বোনের ননদ ও দেবর শারীরিকভাবে নির্যাতন করে। পরে তারা দুইজন আমার বোনকে চেপে ধরে আরেকজন মুখে বিষ ঢেলে দেয়। শনিবার রাত ৯টায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাসলিমাকে। চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটায় তার মৃত্যু হয়।

মৃত্যুর আগে তাসলিমা ঘটনার বিবরণ দিয়েছে জানিয়ে তিনি বলেন, ডাক্তারদের কাছে সত্য কথা স্বীকার করেছে তাসলিমার স্বামীর পরিবারের সদস্যরা। স্বামী ও শাশুড়িকে চমেক পুলিশ ফাঁড়িতে আটক রাখা হয়েছে।

পূর্বাশানিউজ/০২-জুলাই,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি