রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আইন আদালত » আত্মগোপনে থেকে জামায়াত নেতার প্রেম, বিয়ে করে অস্বীকার, যৌতুকের মামলা


আত্মগোপনে থেকে জামায়াত নেতার প্রেম, বিয়ে করে অস্বীকার, যৌতুকের মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

দুই বছর আগে দেশব্যাপী জামায়াত নেতাদের পুলিশি ধরপাকড়ের সময় এক মহিলার বাসায় আত্মগোপনে থাকতেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর আতাউর রহমান। নিজের বাসায় এর আগে এক সময় গৃহকর্মীর কাজ করার সুবাধে পরিচিত ওই নারীর সঙ্গে সেসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। পরে বিয়েও করেন তারা। এক সময়ে সেই বিয়ে অস্বীকার করেন আতাউর। ভুক্তভোগী ওই নারী মঙ্গলবার আদালতে তার বিরুদ্ধে যৌতুক দাবির মামলা দায়ের করেছেন।

রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা মামলায় রশিদা বেগম (৫২) নামের ওই নারী আতাউর রহমানের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনেছেন।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর আতাউর রহমান ২০১৬ সালের ১১ এপ্রিল ২ লাখ টাকা দেনমোহরে রশিদা বেগমকে বিয়ে করেন। তাদের কাবিন (নম্বর ০৬/২০১৬) হয়। রশিদা বেগম তখন রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়ার চাকরি করেন। তাদের বিয়ে রেজিস্ট্রি করেন রাজশাহীর রাজপাড়া থানার ৫ নম্বর ওয়ার্ডের কাজী আবদুস সাত্তার।

পরে আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে ওই বিয়ের সম্পর্ক অস্বীকার করলে গণমাধ্যম ও জামায়াত নেতাদের কাছে অভিযোগ দেন রশিদা বেগম। তার ওই অভিযোগ তদন্ত করে জামায়াতের পক্ষ থেকে আতাউর রহমানকে নাযেবে আমীরর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাজশাহীর আদালতে দায়ের করা মামলায় রশিদা বেগম অভিযোগ করেছেন বিয়ে অস্বীকার করে তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়েছেন আতাউর। সর্বশেষ গত ২ জুন ভাইদের নিয়ে রশিদা বেগম শহরের তেরখাদিয়া এলাকায় আতাউর রহমানের বাড়িতে গেলেও তাকে ঘরে তুলে নেননি। উল্টো এক পর্যায়ে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন আতাউর।

রাজশাহী মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে এই অভিযোগের শুনানি শেষে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে আসামি আতাউর রহমানকে হাজির হতে জন্য সমন জারি করেছেন।

জানা গেছে, রশিদা বেগমের আগের পক্ষের দুই মেয়ে নিয়ে এখন নগরের বসুয়া এলাকায় থাকেন। ৬৫ বছর বয়সী আতাউর রহমানের স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য রয়েছেন আতাউর।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেশিরভাগ সংবাদমাধ্যমের ডাকে সাড়া দেননি তিনি। তবে এক প্রতিক্রিয়ায় তিনি নিজেকে অসুস্থ দাবি করে বলেছেন, এটা সাজানো ঘটনা।

আর রশিদা বেগম বলছেন, সাক্ষীদের উপস্থিতিতে কাবিননামায় নিজেই স্বাক্ষর করেছেন আতাউর রহমান। অস্বীকার করার সুযোগ নেই। তবে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন।

পূর্বাশানিউজ/০৫-জুলাই,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি