শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কটেজ থেকে ৪০টি রামদাসহ দেশি অস্ত্র উদ্ধার!


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় একটি কটেজ থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করেছে হাটহাজারী থানা পুলিশ। এর মধ্যে রয়েছে ৪০টি রামদা, ৫০টির বেশি লোহার রড ও পাইপ।

৯ জুলাই রোববার চবির পুলিশ ফাঁড়ির পাশে থাকা ‘মোনাফ’ কটেজে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় এলাকার একটি কটেজে অভিযান চালিয়ে আমরা ৪০টির মতো রামদা, ৫০টির বেশি লোহার রড ও পাইপ উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের নিয়মিত টহলের অংশ হিসেবে এসব দেশি অস্ত্র উদ্ধার করা হয়।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয় এলাকার একটি কটেজ থেকে বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে হলত্যাগের নির্দেশ দেওয়ার পর বিভিন্ন হলে অভিযান চালিয়েও বেশ কিছু রামদা ও লোহার রড উদ্ধার করা হয়েছিল।’

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি