শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যেখানে ইয়াবা বিক্রি করে ডিবি পুলিশ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কক্সবাজার গোয়েন্দা পুলিশের কিছু অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ উঠেছে। এসব পুলিশ সদস্যরা ইয়াবা জব্দের পর আত্মসাৎ ও ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার ঘটনাও আছে। গোয়েন্দা পুলিশের এক শ্রেণীর অসাধু কর্তাদের গায়েবকৃত এসব ইয়াবা চিহিৃত মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে বলে গোপন সূত্রে জানায়। তিন টিমে বিভক্ত ডিবি পুলিশের সদস্যদের রয়েছে একটি সিন্ডিকেট। প্রতি নিয়ত এ সিন্ডিকেট কক্সবাজার টেকনাফ সড়ক ও মেরিন ড্রাইভ সড়কে যানবাহনে তল্লাশি চালিয়ে আসছে। এছাড়া ইয়াবা উদ্ধারে কক্সবাজার জেলার বিভিন্নস্থানে অভিযানও পরিচালনা করেন। উদ্ধার অভিযানে সাফল্য পাওয়া গেলেও বেশিরভাগ ইয়াবা এ সিন্ডিকেট গায়েব করে ফেলে। পরে ইয়াবা উদ্ধার কম দেখিয়ে আসামিদের কোর্টে চালান করে সংশ্লিষ্ট কর্মকর্তারা। গোয়েন্দা পুলিশের এসব অসাধু কর্তাদের হাতে ইয়াবাসহ আটক আসামিদের জিজ্ঞাসাবাদ করলে থলের বিড়াল বেরিয়ে আসবে বলে মন্তব্য নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্রের।

গোপন সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার ঝামেলা এড়াতে গোয়েন্দা পুলিশের এ সিন্ডিকেট ইয়াবার হাতবদলে সহায়তা করে আসছে বলে বিভিন্ন সূত্রে জানায়। অনেক সময় তাদের গাড়িতে করে ইয়াবা পৌঁছে দেয়া হয় নিরাপদ গন্তব্যে। আবার কোনো কোনো ক্ষেত্রে ডিবি পুলিশ এ ব্যবসার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়ছে এমন অভিযোগ একাধিক পুলিশ সদস্যদের।

প্রমাণ মিলেছে, ২০১৫ সালের ২০ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় বিলাসী একটি এলিয়ন ব্র্যান্ডের প্রাইভেট কারসহ ঢাকা এসবির এএসআই মাহফুজুর রহমানকে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা নিয়ে গ্রেফতারের ঘটনা। ওই সময় মাহফুজকে গ্রেফতারের পর তার কাছ থেকে বেরিয়ে এসেছে ১৮ পুলিশের নাম। যাদের মধ্যে কক্সবাজার ডিবিতে কর্মরত এক ওসিসহ ১১ জনকে মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

এর পর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শ মোতাবেক দীর্ঘ দেড় বছর কক্সবাজার ডিবি পুলিশের কার্যক্রম বন্ধ রাখা হয়। ২০১৭ সালের পহেলা জানুয়ারি ফের চালু করা হয় ডিবি পুলিশের কার্যক্রম। কিছুদিন যেতে না যেতে বর্তমান ডিবি পুলিশের কিছু অসাধু কর্মকর্তারা হাটছে বিতর্কিত পুলিশ সদস্য মাহাফুজের পথে। এসব পুলিশ সদস্যরা জড়িয়ে পড়েছে ইয়াবা জব্দের পর আত্মসাৎ ও ইয়াবা পাচারে। গায়েবকৃত এসব ইয়াবা গুলো বিক্রি করা হয় ইয়াবা গডফাদারদের কাছে। পুলিশের গাড়ি দিয়ে উক্ত ইয়াবা গুলো পৌঁছে দেওয়া হয় বিভিন্ন স্পটে।

বিক্রির স্থান ও ইয়াবা গডফাদারদের নাম:

নিজেদের গাড়ী বহরে নিয়ে যাওয়া স্থানের মধ্যে অন্যতম স্পট হচ্ছে টেকনাফ বুড়ির মার দোকান নামক স্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভূক্ত ইয়াবা গডফাদার জয়নাল মেম্বার, শহরের বাসটার্মিনাল এলাকার লাল মিয়া, হৃীলার মাইজ্জার কাছে ইয়াবা বিক্রি করেন এসআই ফারুক, খুরুস্কুল এলাকার রাসেল, নিরিবিলি অর্কিডের কর্মচারী আমিনের কাছে ইয়াবা বিক্রি করেন এসআই আবুল কালাম, এসআই বশির খুরুস্কুল শহরের পাহাড়তলীর ভুলুর কাছে বিক্রি করেন, হেলাল আনসার মনিরের মাধ্যমে বিভিন্ন স্পটে বিক্রি করে আসছে মরণ নেশা ইয়াবা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইয়াবা চোরাচালান মূলত নিয়ন্ত্রিত হয় টেকনাফ-উখিয়ার চিহ্নিত কয়েক গডফাদারের নিয়ন্ত্রণে। মোটা অঙ্কের অর্থের লোভে ফেলে এরা হাতে নিয়েছে পুলিশের দুর্নীতিবাজ কিছু সদস্যকে। এদের মাধ্যমে কোটি কোটি টাকার ইয়াবার চালানের এ ব্যবসা থেকে অবৈধ আয়ের অর্থ পুলিশ ছাড়াও সমাজের বিত্তশালী ও প্রভাবশালীদের কাছে পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ওয়াকিবহাল মহলের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া ইয়াবা কেন কোন ধরনের চোরাচালানের পণ্য পাচার হওয়া সম্ভব নয়। বর্তমানে জল, স্থল এবং হাইওয়েতে পুলিশের যে নজরদারি রয়েছে তা এসব চোরাচালানের পণ্য ধরা কঠিন কোন কাজ নয়। এরপরও ফাঁকফোকরে কিছু চালান পেরিয়ে যাওয়াও অসম্ভব নয়। তবে একথা সত্য যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ না করে বড় ধরনের কোন চোরাচালানের পণ্য কোনপথেই যায় না।

আইনজ্ঞদের মতে, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যাপারে আইন আরও কঠোর করা প্রয়োজন। ইতোমধ্যেই টেকনাফ দিয়ে মূলত ইয়াবা চোরাচালান কারা নিয়ন্ত্রণ করছে সে ব্যাপারে পুলিশের কাছে তদন্ত রিপোর্ট রয়েছে। এ রিপোর্টে চিহ্নিত করা হয়েছে ইয়াবা চোরাচালানের গডফাদারদের নাম পরিচয়। কিন্তু রহস্যজনক কারণে এদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা এখনও লক্ষণীয় নয়। এ কারণে ইয়াবার চালান বিভিন্ন পথে আসছে আর এ কাজে জড়িয়ে যাচ্ছে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ শ্রেণীর অসৎ কর্মকর্তা।

১০/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি