শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়কে ফের ভাঙন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৭

স্টাফ রিপোর্টার :

কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়কে ফের বড় ধরনের ভাঙ্গনের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ হতে বিকল্প বেইলী ব্রিজ নির্মাণ চলছে। দীর্ঘ এক মাস পূর্বে কাপ্তাই হতে চট্টগ্রাম বিভিন্ন সড়কের দু’পাশে বিশাল ভাঙ্গন দেখা দেওয়ায় সওজ বিভাগের পক্ষ হতে মেরামত কাজ করা হচ্ছে। এ অবস্থায় সোমবার রাতে কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়কের শীতার ঘাট এলাকায় বিশাল ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গনের ফলে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দূর পাল্লার কোন পরিবহণ ও লোকজন যাতায়াত করতে পারছেনা। পায়ে হেটে রাস্তা পার হলেও কোন ধরনের মালামাল নিয়ে চলাচল করা যাচ্ছেনা। কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে প্রধান সড়ক ভাঙ্গনের ফলে দীর্ঘ এক মাসেরও বেশী সময় ধরে পাঁচ টনের অধীক যানচলাচল কাজের দরুন বন্ধ ছিল। পুণরায় ভাঙনের ফলে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এদিকে এক মাসেরও অধিক সময়কাল ভাঙ্গনের ফলে সকল ধরনের ভারী যানচলচল বন্ধ হয়ে যাওয়ার কারনে দেখাদেয় চরম দূর্ভোগ। পাশা-পাশি সকল ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। এতে করে ব্যবসার সাথে জড়িত কয়েক হাজার লোক বেকার হয়ে পড়েছে। কাপ্তাইয়ে গাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম খলীল বলেন, দীর্ঘ একমাসেরও অধিক সময় কাল ধরে প্রধান সড়ক ভাঙ্গা এবং মেরামত করার দরুন বন্ধ থাকায় সকল পরিবহন তথা এ কাজের সাথে জড়িত লোকজনের বেকারত্ব বেড়েছে এবং সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হতে বঞ্চিত হয়ে পড়েছে।

আমরা চাই প্রধান সড়ক দ্রূত মেরামত কাজ করা হোক। এদিকে গতকাল (মঙ্গলবার) সওজ বিভাগে কর্মরত কামাল উদ্দিন বলেন, এমনিতো সড়কের ভাঙ্গা কাজ মেরামত হচেছ। এ ভাঙ্গনটি আবার বড় ধরনের হওয়ার দরুন আমরা বেইলী ব্রিজ করে দিচিছ। কাজ শেষ হতে প্রায় ৪/৫দিন সময় লাগবে। তবে বেইলী ব্রিজ করার পর ছোট যানচলাচল করতে পারবে কোন বড় ধরনের যানচলাচল করা যাবেনা। এদিকে এলাকার লোকজন অভিযোগ করেন মালামাল পরিবহণ না করতে পারায় অনেক অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে নিচ্ছে।

পূর্বাশানিউজ/১২ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি