রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১৬ হাজার মিলমালিক কালো তালিকাভুক্ত: খাদ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের ১৬ হাজার মিলমালিককে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেছেন, ‘দেশে চালের কোনো সংকট নেই। পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। আগস্ট মাসে আরও ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন চাল মজুদ করা হবে। ক্রমান্বয়ে সেটি উন্নীত করা হবে ১২ লাখ মেট্রিক টনে।’

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাজারে চালের দাম বৃদ্ধির জন্য কতিপয় অসাধু মিলমালিক দায়ী। এ ধরনের ১৬ হাজার মিলমালিককে চিহ্নিত করে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। আগামী তিন বছর তাদের কাছ থেকে চাল কিনবে না সরকার।’

আড়াই লাখ মেট্রিক টন চাল বিদেশ থেকে আমদানি করা হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আড়াই লাখ মেট্রিক টন চালের মধ্যে চলতি মাসের মধ্যে আসবে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন চাল এবং পরবর্তী মাসে আসবে বাকি সব।’

‘প্রথম চালানের ২০ হাজার মেট্রিক টন চাল ভিয়েতনাম থেকে ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। আজ কালের মধ্যে খালাস হবে এসব চাল,’ বলেন মন্ত্রী।

চালের দাম বৃদ্ধিসহ বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে খাদ্যমন্ত্রী এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।

পূর্বাশানিউজ/১৩ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি