রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চুক্তির শর্ত ভেঙ্গে বন্ধ জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড তৈরি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চুক্তির শর্ত ভেঙ্গে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড ছাপা বন্ধ করে দিয়েছে সাবকন্ট্রাকে দায়িত্বে থাকা টাইগার আইটি। মূল প্রতিষ্ঠান ওভার থার্ড নতুন চুক্তি করে অগ্রিম টাকা দিলেও এখনও কাজ শুরু করেনি কোম্পানিটি। ফলে অনিশ্চিত হয়ে পরেছে দেশের সব ভোটারের স্মার্ট কার্ড প্রাপ্তি। তবে এ বিষয়ে কোন কথা বলতে রাজ হয়নি টাইগার আইটি প্রতিষ্ঠান।

গত বছরের ২ অক্টবরের জাতীয় পরিচয় পত্রের বদলে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু করে সরকার। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৯ কোটি ভোটারের হতে এই পরিচয় পত্র তুলে দেয়ার লক্ষ্য ঠিক করে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে ২০১৫ সালের জানুয়ারিতে ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান ওভার থার্ডের সাথে ২২ মাসের চুক্তি করে নির্বাচন কমিশন। সাব কন্ট্রাকটার হিসেবে নিয়োগ দেয়া হয় বাংলাদেশী কোম্পানি টাইগার আইটিকে। চুক্তি অনুযায়ী চলতি বছরের জুনের মধ্যে পুরো ৯ কোটি আইডি কার্ড ছাপানোর কাজ শেষ হবার কথা। কিন্তু এখন পর্যন্ত স্মার্ট কার্ড ছাপানো হয়েছে মাত্র ৭৮ লাখ।

নির্বাচন কমিশনের বিদায়ী সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘আমাদের সাথে কন্ট্রাক হচ্ছে ওভার থার্ডের সাথে। ওভার থার্ডের সাব কন্ট্রাক হচ্ছে টাইগার আইটির সাথে। তবে সবার বিরুদ্ধে অভিযোগ আছে। তাদের মধ্যে কী সমস্যা আছে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা চাই কাজ। কন্ট্রাক অনুযায়ী মাত্র ১২ ভাগ কাজ শেষ হয়েছে।’
সাব কন্ট্রাকে কাজ পাওয়ার পর পুরো প্রক্রিয়াটিই ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশী প্রতিষ্ঠান টাইগার আইটি। চুক্তিপত্র অনুযায়ী টাইগার আইটি দায়িত্ব ব্যাংক কার্ডে ভোটারের তথ্য ছাপানো এবং এ সংক্রান্ত সব কাজ পরিচালনা করা। আর হলোগ্রাম জোগান দেবে ‘দিকেটো ইয়োরো’। কিন্তু ২০১৬ সালের নভেম্বরে কার্ড ছাপানোর কাজ বন্ধ করে দেয় টাইগার আইিট। ফলে এখনও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রায় ৬ কোটি ব্যাং কার্ড। ওভার থার্ড তথ্য ছাপানোর কাজ পুনরায় চালু করতে অগ্রিম টাকা পরিশোধ করলেও নতুন চুক্তি করলেও কোন কাজ হয়নি। ওভার থার্ডের পক্ষ থেকে বৈঠক করতে চাইলেও প্রস্তাবে রাজি হয়নি টাইগার আইটি।

এ বিষয়ে টাইগার আইটির কাছে তথ্য জানতে চাইলে কোন কথা বলতে চায়নি প্রতিষ্ঠানটি। এদিকে এ বিষয়ে এড়িয়ে যায় নির্বাচন কমিশন সচিব। তবে নির্বাচন কমিশনের বিদায়ী সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘এ বিষয়ে বক্তব্য দেয়ার ব্যক্তি হচ্ছে প্রজেক্ট ডাইরেক্টর।’

টাইগার আইটি প্রতিষ্ঠিত হয় সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে। সে সময় মানা হয়নি কোম্পানির নিয়মকানুন। কোম্পানী মেমরেন্ডাম অব এ্যাসোসিয়েশনে ১ হাজার শেয়ারের মালিকানার কোন তথ্য নেই। তবে প্রতিনিধিকারীর নাম উল্লেখ রয়েছে। অথচ কোম্পানি আইনে এমন কোন সুযোগ নেই। আর ১’শ শেয়ারের মালিকানা একজন নির্বাচন কমিশনারের ভাগ্নে জিয়াউর রহমানের।

২৩/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি