রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পেইন্টকে বিদায় জানাচ্ছে মাইক্রোসফট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

উইন্ডোজের জনপ্রিয় গ্রাফিক্স এডিটিং প্রোগ্রাম পেইন্টকে বিদায় জানানোর পরিকল্পনা করেছে মাইক্রোসফট। ১৯৮৫ সালে মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১.০ উন্মোচন হওয়ার পরে বিগত ৩২ বছরের ইতিহাসে এই প্রথমবারের প্রোগ্রামটিকে বাদ দিচ্ছে মাইক্রোসফট।

তবে এর ধারা বজায় রেখে গত এপ্রিলেই উইন্ডোজ ১০ এর নতুন সংস্করণে পেইন্ট থ্রিডি হিসেবে উন্মোচন করা হয়। কিন্তু নতুন এই প্রোগ্রামটি অতটা জনপ্রিয় হয়নি যতটা গত তিন দশকে পুরোনো পেইন্টকে মানুষ জেনেছে এবং ভালোবেসেছে।

ত্রি-মাত্রিক ছবি তৈরিতে কাজ করতেই পেইন্ট থ্রিডি ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রাম দিয়ে টুডির কিছু কাজও করা যাবে। তবে এটা দেখতে বা ব্যবহার আগের পেইন্টের মতো হবে না।

যখন উইন্ডোজ ১০ এর নতুন সংস্করণ আসবে তখন থ্রিডি বিল্ডার অ্যাপ, আউটলুক এক্সপ্রেস, দ্য রিডার অ্যাপের মতো পেইন্টও উইন্ডোজ টেন থেকে সরানো ফিচারের তালিকায় যুক্ত হবে।

পূর্বাশানিউজ/২৫ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি