রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাঁচ বছরে ৭০ হাজার কোটি টাকা ঋণ পুনঃতফসিল


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে রাখতে পুনঃতফসিল ও অবলোপন করে খেলাপি ঋণের হার কমানোর চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। গত পাঁচ বছরেই ৭০ হাজার ৪৩০ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে ব্যাংকগুলো। এর মধ্যে শুধু ২০১৬ সালেই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে পুনঃতফসিল করা হয়েছে ১৫ হাজার ৪২০ কোটি টাকার খেলাপি ঋণ। তবে বস্ত্র ও পোশাক খাতের ব্যবসায়ীরা ঋণ পুনঃতফসিলের সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট – ২০১৬ পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, গত বছরের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬২ হাজার ১৭২ কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে এর সঙ্গে যুক্ত হয়েছে আরো ১১ হাজার ২৩৭ কোটি টাকা। মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪০৯ কোটি টাকা। স্বাভাবিক পদ্ধতিতে আদায় অযোগ্য হয়ে পড়ায় আরো প্রায় ৪৫ হাজার কোটি টাকার খেলাপি ঋণ অবলোপন করা হয়েছে। সবমিলে দেশের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ১৮ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির খেলাপি ঋণের এ ঝুঁকি থেকে বেরিয়ে আসতে বড় ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে ব্যাংকগুলোকে ছোট ঋণের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট প্রকাশকালে তিনি বলেন, ঋণ আদায় বৃদ্ধির মাধ্যমে খেলাপি ঋণের হার কমিয়ে আনতে হবে। টেকসই ব্যাংকিং গঠনে সিস্টেম্যাটিক ঝুঁকির কারণ হতে পারে এমন আগ্রাসী বিনিয়োগ থেকে ব্যাংকগুলোকে বেরিয়ে আসতে হবে।

এদিকে ব্যাংকিং খাত-সংশ্লিষ্টরা মতে, বিশেষ শ্রেণীর গ্রাহকদের সুবিধা দিতে বছরের পর বছর ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় কোনো ঋণ সর্বোচ্চ তিন দফায় পুনঃতফসিলের কথা উল্লেখ থাকলেও ১০-১৫ বারও এ সুবিধা পাচ্ছেন কোনো কোনো গ্রাহক।

এ প্রসঙ্গে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন বলেন, বাংলাদেশ ব্যাংক চায় ব্যাংকিং খাতের খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে রাখতে। ব্যাংকগুলোও চায় খেলাপি গ্রাহকদের কাছ থেকে যেকোনো উপায়ে অর্থ আদায় করতে। এজন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক কিছুটা নমনীয় থাকে।

পূর্বাশানিউজ/০১আগষ্ট ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি