মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » ৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ


৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। শুধু তাই নয়, এ চারটি শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্য নিয়োগে নিয়ম না মানার প্রবণতা দীর্ঘদিনের বলেও মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাবি, জাবি, রাবি ও চবিতে কোরামপূর্ণ সিনেট অধিবেশনে সদস্যদের ভোটে উপাচার্য প্যানেল নির্বাচনের কথা। কিন্তু কোনোটিতেই এই আইন যথাযথভাবে মানা হয় না বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, এসব বিশ্ববিদ্যালয়ে চলমান অধ্যাদেশ অনুযায়ী অন্যসব নির্বাচন হলেও উপাচার্য নির্বাচনের ক্ষেত্রে তা দেখা যায় না।
উল্লিখিত চারটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ ধরে রাখতে নানা কৌশলে সিনেটের কাঠামোর অন্তরালে একটি সিন্ডিকেট গড়ে ওঠে বলে মন্তব্য অনেকের। ওই সিন্ডিকেটই পছন্দের মানুষকে উপাচার্য হিসেবে দেখতে চান বলেও মনে করেন তারা। অভিযোগ রয়েছে, পছন্দের হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা বহন করে উপাচার্য প্রার্থীর রাজনৈতিক পরিচয়।
নিয়মানুযায়ী উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার আগেই সিনেট অধিবেশনের মাধ্যমে শূন্য পদগুলো পরিপূর্ণ করতে হয় ঢাবি, জাবি, রাবি ও চবি কর্তৃপক্ষকে। তারপর সব সিনেট সদস্যের ভোটের মাধ্যমে উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়। সর্বোচ্চ ভোট পাওয়া তিন জনের নামের তালিকা বিশ্ববিদ্যালয়ের অ্যাচার্য ও রাষ্ট্রপতির কাছে পাঠালে তিনিই চূড়ান্তভাবে উপাচার্য মনোনীত করেন।
কিন্তু ১৯৭৩ সালের অধ্যাদেশের কিছু ফাঁকফোকরকে কাজে লাগিয়ে পছন্দের সিনেট সদস্যদের মাধ্যমে উপাচার্য নিজের পদ ধরে রাখতে নানান কৌশল অবলম্বন করেন বলে অভিযোগ তোলা হয়েছে। অনেক সময় উপাচার্যের বিরোধী সিনেট সদস্যদের পদ পর্যন্ত গোপনে বাতিল করা হয়। সম্প্রতি ঢাবি’র উপাচার্য নির্বাচনের ক্ষেত্রে এমন কিছু অনিয়ম চোখে পড়ার প্রসঙ্গটি ব্যাপক আলোচিত হয়েছে।

অভিযোগ রয়েছে, নিয়ম না মানার এমন প্রবণতার নেপথ্যে কাজ করে শিক্ষক সমাজে ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য ও উপাচার্য প্রার্থীর রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ড। এছাড়া সরকারও নিজেদের শক্ত এবং বিশ্বস্ত সমর্থক ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে চায়। এই সুযোগেই সিনেট নির্বাচনের মাধ্যমে উপাচার্য নির্বাচন পদ্ধতি থেকে দূরে সরে থাকার প্রবণতা লক্ষ্য করা যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে। তখন উপাচার্যরা কায়দা-কানুন করে সিনেট নির্বাচনকে দূরে রাখেন বলে অভিযোগ ওঠে। ফলে এ চারটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে আইন লঙ্ঘনের চিত্র চরম মাত্রায় পৌঁছেছে বলে মন্তব্য বিশিষ্টজনদের।

সবশেষ ২০০৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির নিয়োগ পেয়েছিলেন সিনেট নির্বাচনের মাধ্যমে। তিনি সিনেট সদস্যদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত উপাচার্য হিসেবে নিয়োগ পান। তবে টিকতে পারেননি বেশিদিন। নানান সমালোচনায় শিক্ষক-শিক্ষার্থীদের তোপের মুখে সরে যেতে হয়েছিল তাকে। এরপরে সিনেট অধিবেশন মোটামুটি ঠিকঠাক চললেও উপাচার্য নিয়োগে নিয়ম মানেনি বিশ্ববিদ্যালয়টি। উপাচার্য প্যানেল নির্বাচনসহ অন্যসব নির্বাচনে সবসময়ই সরকার দলীয় শিক্ষক ও সিনেট সদস্যদের আধিপত্য লক্ষ্য করা গেছে।

জাবি’র সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে সরকার সমঝোতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নিয়ে সেখানে বসানো হয় অধ্যাপক আনোয়ার হোসেনকে। অথচ তাকেও নানা সমালোচনায় পড়ে পদত্যাগে বাধ্য করা হয়। পরে অধ্যাপক ফারজানাকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। সিনেট নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন তিনি।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন হয়নি গত ১৬ বছরেও। সবশেষ গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের মেয়াদ শেষ হলেও অনুষ্ঠিত হয়নি উপাচার্য নির্বাচন। ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচন বন্ধ হয়ে যায় ২০০১ সালের পর থেকে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবিত নামের মধ্যে অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, অধ্যাপক আলতাফ হোসেন, অধ্যাপক আব্দুস সোবহান ও অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন উপাচার্যের দায়িত্ব পান। সবশেষ অধ্যাপক আব্দুস সোবহান দ্বিতীয়বারের জন্য নিয়োগ পান। কিন্তু ২০০১ সালের পরে কোনও উপাচার্যই সিনেট অধিবেশনের মাধ্যমে উপাচার্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে পারেননি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৫ বছর ধরে সিনেট নির্বাচনের মাধ্যমে উপাচার্য নিয়োগ বন্ধ রয়েছে। ’৭৩-এর অধ্যাদেশ অমান্য করে ক্ষমতাসীন দলগুলো পছন্দের ব্যক্তিকেই উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে আসছে বলে জানা গেছে। উপাচার্যরা নিজেরাও সিনেট নির্বাচনের মাধ্যমে কখনও উপাচার্য প্যানেল দিতে আগ্রহী ছিলেন না, এমন অভিযোগও শোনা যায়।

১৯৯১ সালে অধ্যাদেশ লঙ্ঘন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পছন্দমতো উপাচার্য নিয়োগ দেয় বিএনপি সরকার। এরপর থেকে একই ধারায় উপাচার্য নিয়োগ দিয়ে আসছে সরকারগুলো। পরে সবশেষ অধ্যাপক ইফতেখার উদ্দিনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির সিনেট সদস্য নেমে এসেছে প্রায় অর্ধশততে।

চবি সূত্রে জানা যায়, সবশেষ ১৯৮৮ সালের ২৩ মে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য হিসেবে নিয়োগ পান। এরপর থেকে দলীয় সরকারগুলো সিনেটের সঙ্গে আলোচনা না করেই ছয় জন উপাচার্য নিয়োগ দিয়েছে। তারা হলেন— অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক মোহাম্মদ ফজলী হোসেন, অধ্যাপক একেএম নূরউদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. এম বদিউল আলম, অধ্যাপক ড. আবু ইউসুফ, আনোয়ারুল আজিম আরিফ ও ইফতেখার উদ্দিন।

অন্যদিকে সরকার পরিবর্তনের পর ২০০৯ সালে অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ২০১৩ সালে প্রথম দফায় অনির্বাচিত হিসেবে চার বছর দায়িত্ব শেষ করেন তিনি। পরে উপাচার্য প্যানেল নির্বাচনের মাধ্যমে সরকার তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছিল। সেখানেও সিনেট কোরাম পূর্ণ না করেই প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপাচার্য আরেফিন সিদ্দিকের দ্বিতীয়বারের মেয়াদ শেষ হওয়ার সময় গত ২৯ জুলাই আবারও নিয়ম না মেনে সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। যেখানে তিন জন উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়েছে। তবে নিয়ম না মানার অভিযোগ মানতে রাজি নন ঢাবি উপাচার্য। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘উপাচার্য প্যানেল নির্বাচন নিয়ম মেনেই অনুষ্ঠিত হয়েছে। এখানে নিয়মের কোনও ব্যত্যয় ঘটেনি।’

১০৫ জনের সিনেট সদস্য পরিপূর্ণ না থাকলে উপাচার্য নির্বাচন দেওয়া যায় কিনা জানতে চাইলে সিনেট সদস্য ঢাবি’র সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন শফিউল আলম ভূঁইয়া গত ২৯ জুলাই বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, “ঢাবি, জাবি, রাবি ও চবি’তে এখন পর্যন্ত সিনেট কোরাম পরিপূর্ণ হয়নি। তবে অন্তত ২৫ জন সদস্য থাকলেই নির্বাচন দেওয়া যায়।”

যদিও উপাচার্য নির্বাচনের আগে শূন্য সিনেট সদস্য পরিপূর্ণ করার যথেষ্ট সময়, সুযোগ ও ক্ষমতা থাকার পরও উপাচার্য কৌশলে তা এড়িয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে ঢাবি’র সাবেক সিনেট সদস্য সাদেকা হালিমের মন্তব্য— ‘উপাচার্য নির্বাচনে গণতান্ত্রিক চর্চার ব্যত্যয় ঘটেছে। উপাচার্য তড়িঘড়ি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের পর রেজিস্ট্রার গ্র্যাজুয়েট নির্বাচন দিতে পারতেন, কিন্তু তিনি তা দেননি। কারণ আবার উপাচার্য পদে বহাল থাকার ইচ্ছা আছে তার।’

সম্প্রতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্বাচিতভাবে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে অধ্যাপক আলাউদ্দিনকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে গত এপ্রিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন অধ্যাপক অধ্যাপক ড. মিজানুর রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব অাব্দুলাহ অাল হাসান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে ৪টি বিশ্ববিদ্যালয় ১৯৭৩-এর সংবিধান অনুযায়ী সিনেট নির্বাচনের মাধ্যমে উপাচার্য নির্বাচন করে। তারপর রাষ্ট্রপতি চুড়ান্তভাবে একজনকে নিয়োগ দেন। তবে বাকি ৩৪টি বিশ্ববিদ্যালয়ে অালাদা নিয়ম রয়েছে। এগুলোর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি অালোচনা করে শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের উপাচার্য হিসেবে নেওয়ার জন্য প্রস্তাবনা দেয়। তিনি সম্মতি দিলে তাদের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তিনি যাকে উপযুক্ত মনে করেন তাকেই চূড়ান্তভাবে নিয়োগ দেন।’

আগস্ট ০৩, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি