শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিচারকদের চাকরিবিধি: ফের সময়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ সময় মঞ্জুর করে।
বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়ন নিয়ে দফায় দফায় সময় নেয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক ওই বিধিমালার খসড়া  জমা দিলেও গত ৩০ জুলাই তা গ্রহণ না করে কয়েকটি বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সেদিন বলেন, আইনমন্ত্রী পুরোপুরি ‘ইউটার্ন’ করেছেন। ওই খসড়া গ্রহণ না করে প্রধান বিচারপতি মতপার্থক্য নিরসনে আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও আইন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের আলোচনায় ডেকেছিলেন। তিনি বলেছিলেন, ৩রা অগাস্টের মধ্যে যে কোনো দিন তারা বসতে পারেন। গত বৃহস্পতিবার অসুস্থতার কারণ উল্লেখ করে আইনমন্ত্রী সুপ্রিম কোর্টে যাননি।

৬ আগস্ট ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি