শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদাকে নিয়ে মন্তব্যে অপু উকিলের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে টেলিভিশন টক শোতে আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একটি মানহানি মামলা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান মঙ্গলবার এ মামলা দায়ের করেন।

ঢাকা মহানগর হাকিম কে এম মাইনুদ্দিন সিদ্দিকী বাদীর জবানবন্দি নিয়ে পরে আদেশের জন্য রেখেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২ আগস্ট চ্যানেল আই এর তৃতীয় মাত্রা অনুষ্ঠানে অপু উকিল বলেছেন, ‘বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার পর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আমি পত্রিকাসহ বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি, যা আমাদের আরও বেশি ভাবিয়ে তুলেছে। আর তা হলো বিএনপি চেয়ারপারসন ইতোমধ্যে লন্ডনের তাজ হোটেলে একটি বৈঠক করেছেন, যে বৈঠকে যুদ্ধাপরাধী মাইনুদ্দিনসহ জামায়াতের অনেক নেতারা ছিলেন। এমনকি সেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থারও অনেকে ছিল। সেই বৈঠকের মূল বিষয় ছিল, জননেত্রী শেখ হাসিনাকে যেভাবেই হোক হত্যা করতে হবে।’

অপু উকিলের ওই বক্তব্য বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছে। এই বক্তব্যে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ও দলের মানহানি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

পূর্বাশানিউজ/0৮ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি