রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অবকাঠামোগত উন্নয়নে ২০ কোটি ডলার ঋণ দেবে এডিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অবকাঠামো, বিভিন্ন নাগরিক সেবা এবং বাংলাদেশের পৌরসভাগুলোতে সুশাসন শক্তিশালী করে তোলার লক্ষ্যে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এর পরিচালনা পর্ষদ ২০ কোটি ডলারের একটি ঋণের অনুমোদন দিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি’র নগর উন্নয়ন বিশেষজ্ঞ অ্যালেকসান্ড্রা ভোগল বলেন, বাংলাদেশের পৌরসভা গুলোতে এখনো অনেক গুরুত্বপূর্ণ কিছু জায়গায় বিনিয়োগের প্রয়োজন। শুধুমাত্র সেবা প্রদান ও নগর পরিবেশ উন্নয়নের জন্যই নয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলার সামর্থ্য জোরদার করার জন্যও এই বিনিয়োগ প্রয়োজন।
এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এডিবির পূর্ববর্তী দু’টি প্রকল্পের পর ‘থার্ড আরবার গভার্নেন্স এন্ড ইনফ্রাস্ট্রাকচার’ প্রকল্পে অতিরিক্ত এই অর্থায়ন পৌরসভাগুলোতে উন্নয়ন কাজ আরও বিস্তৃত করতে সহায়ক হবে।

৯ আগস্ট ২০১৭/Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি