মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভিসা নিয়েও ফ্লাইটে উঠতে আগ্রহী নন হজযাত্রীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে বুধবার। হজ ফ্লাইট শুরু (২৪ জুলাই) হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৫টি ফ্লাইট বাতিল হল। এর মধ্যে ২১টি বিমানের ও ৪টি সাউদিয়ার। এসব ফ্লাইট বাতিল হওয়ায় ১৫ দিনে বিমানের ক্ষতি হয়েছে ৪৪ কোটি টাকা। বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে এ ক্ষতির পরিমাণ ১৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
একের পর এক স্লট বাতিলের এ ভয়াবহ চিত্র বিমানের ইতিহাসে এটাই প্রথম। এ অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছে খোদ বিমান ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বুধবার এক সংবাদ সম্মেলনে স্বয়ং বিমান এমডি ও সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) মোসাদ্দিক আহম্মেদ তার উদ্বেগের কথা জানান।
সংশ্লিষ্টদের অভিযোগ, হজ এজেন্সিগুলোর চরম গাফিলতি ও বাড়ি ভাড়া নিয়ে ব্যাপক দুর্নীতি-অনিয়মের কারণেই একের পর এক হজ ফ্লাইট বাতিল হচ্ছে। টাকা বাচাতে অধিকাংশ হজ এজেন্সি ১৫ আগস্টের পর মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করেছে। নিয়ম অনুযায়ী, হজ ফ্লাইট শুরুর আগেই বাড়ি ভাড়া করে ভাড়ার রসিদ ও বিমানের টিকিট নিশ্চিতকরণপত্রসহ মন্ত্রণালয় এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে জমা দিয়ে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) ও ডিও লেটার নিতে হয়। কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রভাবশালী সিন্ডিকেটকে মোটা অঙ্কের অর্থ দিয়ে গোপনে ডিও সংগ্রহ করে ভিসা নিয়েছে এসব এজেন্সি। কিন্তু বাড়ি ভাড়া করা না থাকায় হজযাত্রীরা এখন ভিসা নিয়েও ফ্লাইটে উঠতে চাচ্ছেন না। আশকোনায় হজ অফিসার সাইফুল ইসলাম বলেন, বুধবার পর্যন্ত ৫২ হাজার ৮০০ হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন। কিন্তু তাদের হাতে এখন ভিসা আছে ৮৪ হাজার ৪১৮টি। প্রতি ঘণ্টায় এ সংখ্যা বাড়ছে। কিন্তু তারপরও হজযাত্রীর অভাবে বিমানের ফ্লাইট খালি যাচ্ছে কেন, এটা রহস্যময়। তিনি এ বিষয়টি তদন্তের দাবি জানান।
বিমান এমডি ক্যাপ্টেন (অব.) মোসাদ্দিক আহম্মেদ বলেন, হজযাত্রীর অভাবে এখন পর্যন্ত তাদের ২১টি ফ্লাইট বাতিল হয়েছে। সৌদি সিভিল এভিয়েশন থেকে তারা ১৪টি স্লট (বিমান অবতরণের অনুমতি) পেলেও এরই মধ্যে ৭টি স্লটের মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি বলেন, হজ এজেন্সিগুলো মক্কা-মদিনায় বাড়ি ভাড়া না করায় হজযাত্রী পাঠাচ্ছেন না। ফ্লাইট বাতিলের জন্য তিনি হজ এজেন্সিগুলোকে দায়ী করে বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় এখন পর্যন্ত তাদের ৪৪ কোটি টাকা রাজস্ব আয় কম হয়েছে। তিনি এ টাকা হজ এজেন্সিগুলোর কাছ থেকে অদায় করে দেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান। একই সঙ্গে স্লট না পেলে কমপক্ষে ২ হাজার হজযাত্রী পরিবহনে বিমানের অনিশ্চয়তার কথা জানান।
এ প্রসঙ্গে হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলেন, বিমান এমডির এ বক্তব্য সঠিক নয়। বরং ফ্লাইট বাতিলের জন্য তিনি বিমান ও হজ এজেন্টদের সঙ্গে সমন্বয়হীনতাকে দায়ী করেছেন। তিনি বলেন, সৌদি আরবের মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ও বাড়িতে প্রবেশে নানা নিয়মনীতি আছে। বিশেষ করে মদিনার বাড়িতে নীতিমালার বাইরে ১ ঘণ্টা আগেও হাজীদের প্রবেশের সুযোগ নেই। আগে যারা গেছেন, তাদের সবাইকে এ সময় পর্যন্ত মক্কার বাড়িতে অবস্থান করতে হচ্ছে। কিন্তু এখন যারা যাচ্ছেন তারা সরাসরি মদিনায় যাচ্ছেন। তাই বিমান যদি তাদের ফ্লাইট সিডিউল ঠিক করার আগে হজ এজেন্সিগুলোর সঙ্গে কথা বলে ঠিক করত, তাহলে এ সমস্যা হতো না।
হজ ফ্লাইট চালাতে বাতিল হচ্ছে লন্ডনসহ বিমানের বেশিরভাগ রুট : চরম অব্যবস্থাপনা ও একের পর এক ফ্লাইট বাতিল হওয়ার কারণে ১৫ আগস্টের পর থেকে বিমানের ওপর হজযাত্রী পরিবহনে চরম চাপ পড়বে। এরই মধ্যে ২১টি ফ্লাইট বাতিলের কারণে ১০ হাজার ৭৯৫ জন হজযাত্রীর ক্যাপাসিটি নষ্ট হয়েছে। নতুন করে ১৪টি স্লট পেলেও মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৭টি স্লট চালানোর আগেই বাতিল হয়ে গেছে। আরও স্লটের জন্য এরই মধ্যে আবেদন করেছে বিমান। সংস্থার একটি সূত্রে জানা গেছে, নতুন করে যে ৭টি স্লট দিয়েছে, তার সবই বিমানের লন্ডনসহ বিভিন্ন রুটের সিডিউল ফ্লাইটের সময় পড়েছে। ধারণা করা হচ্ছে, আরও যে ১০টি স্লট দেয়া হচ্ছে, সেগুলোও একই সময়ে পড়বে। বিমানের ফ্লাইট অপারেশন শাখা সূত্রে জানা গেছে, এ কারণে বাধ্য হয়ে বিমানকে নির্দিষ্ট সময়ের জন্য সংশ্লিষ্ট সব সিডিউল রুট বাতিল করতে হবে। এ অবস্থায় লন্ডনসহ বেশ কয়েকটি সিডিউল রুট সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে পড়তে পারে। এতে লণ্ডভণ্ড হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বিমানের সিডিউল যাত্রীদের ফ্লাইট।
ফ্লাইট শুরুর ১৫ দিনে বিমানের ক্ষতি ৪৪ কোটি টাকা, এটি ১৫০ কোটি ছাড়ানোর আশঙ্কা : বিমান এমডি ক্যাপ্টেন (অব.) মোসাদ্দিক আহম্মেদ বলেন, ফ্লাইট বাতিলের কারণে এখন পর্যন্ত ৪৪ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বিমান। তার মতে, আর কোনো ফ্লাইট যদি বাতিল না হয়, তাহলেও বিমানকে ২ হাজার ৩৭০ জন হজযাত্রী নেয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে আরও ৩৮ কোটি টাকার রাজস্ব হারাতে হতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, এ বছর ৬৩ হাজার ৬০০ জনের মধ্যে কমপক্ষে ৬ হাজার হজযাত্রী পরিবহন করতে পারবে না বিমান। এতে বিমান শুধু ভাড়া বাবদ ৯৬ কোটি টাকার বেশি রাজস্ব হারাবে। এছাড়া হজ ফ্লাইট পরিচালনার জন্য যে উড়োজাহাজ ভাড়া করেছে, তার লিজ ভাড়া বাবদ ব্যয় হবে আরও কমপক্ষে ৩০ কোটি টাকা। আর সিডিউল রুট কাটছাঁট করার কারণে বিমানের ক্ষতি হবে আরও ২৫ কোটি টাকা। সেক্ষেত্রে সব মিলিয়ে এবার বিমানের রাজস্ব লোকসান হবে ১৫০ কোটি টাকার বেশি।
সর্বশেষ পরিসংখ্যান : আশকোনার হজ অফিস সূত্রে জানা গেছে, এ বছর রেজিস্ট্রেশন করা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৪১০ জন যাত্রী ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত ভিসা হয়েছে ৮৪ হাজার। এরই মধ্যে ঢাকা ছেড়েছেন ৫৩ হাজারের মতো হজযাত্রী।

পূর্বাশানিউজ/১০ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি