রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজস্ব আদায়ের সর্বোচ্চ রেকর্ড গড়েছে চট্টগ্রাম কাষ্টমস হাউজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি অনুকূলে থাকায় ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আদায়ে রেকর্ড করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। এবার রাজস্ব আদায়ের পরিমাণ ৩৬ হাজার ৭শ’ ৯ কোটি টাকা যা গত অর্থবছরের চেয়ে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বেশি। তবে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে এ প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

 

দেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। ফলে জাতীয় রাজস্ব আদায়ে বড় ধরণের ভূমিকা রেখে আসছে চট্টগ্রাম কাস্টম হাউজ। জাতীয় রাজস্ব বোর্ড ২০১৬-১৭ অর্থ বছর ৩৬ হাজার ৭শ ৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও আদায় হয়েছে ৩৬ হাজার ৭শ ৯ কোটি টাকা। গত অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিলো ৩১ হাজার ২শ কোটি টাকা। এ সম্পর্কে চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খান বলেন, ‘আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আর সদ্য সমাপ্ত যে অর্থবছর এর প্রবৃদ্ধি সাড়ে ১৭ শতাংশ। যা গত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।’

কাস্টম হাউজের তথ্য অনুযায়ী, বিদেশ থেকে আনা জ্বালানি তেল থেকে সবোর্চ্চ রাজস্ব এসেছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। আর চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৮শ কোটি টাকা।

এ সম্পর্কে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী বলেন, ‘রাজস্বের সফলতা ধরে রাখতে হলে রাজনৈতিক অস্থিরতা কমাতে হবে।’

 

চট্টগ্রাম বন্দরে আসা আমদানি-রপ্তানি পণ্যের ওপর শুল্ক নির্ধারণ করে কাস্টমস কর্তৃপক্ষ। তাই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বন্দরের সক্ষমতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা।

 

চট্টগ্রাম কাস্টম হাউজের গত অর্থ বছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৮ শতাংশ। এবার তা বেড়ে ১৭ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।

পূর্বাশানিউজ/১০ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি