রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শাহরাস্তিতে টাকার লোভে সন্তান বিক্রি, বিয়ে পাগল পাষন্ড পিতা হারুন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চাঁদপুরের শাহরাস্তিতে টাকার লোভে নিজ ঔরসজাত সন্তানকে বিক্রি করার অভিযোগে বিয়ে পাগল পাষন্ড পিতা হারুন অর রশিদ (৫৫) কে আটক করতে সক্ষম হয়েছে শাহরাস্তি থানা পুলিশ। শাহরাস্তি থানা পুলিশ জানায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের পশু ডাক্তার বাড়ীর মৃত আবদুল অদুদের পুত্র হারুন অর রশিদ টাকার লোভে সন্তানকে বিক্রি করে দেয়। সে দীর্ঘদিন যাবৎ রেলওয়েতে যাতায়তের মাধ্যমে র‌্যাব ও বিডিআরের সোর্স হিসেবে কাজ করে আসছে। সে ৭ থেকে ৮টি বিয়ে করেছে, বর্তমানে তার ৪টি স্ত্রী রয়েছে। ঘটনার দিন হারুন অর রশিদ তার শিশুপুত্রকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে খাবার কেনার কথা বলে তার মা আয়েশা আক্তারের কাছ থেকে নিয়ে আসে। তাকে নিয়ে সে নিজবাড়ী ইছাপুরায় অবস্থিত স্ত্রীর ঘরে শিশুপুত্র জাহিদুল ইসলাম (৪)কে তার দীর্ঘদিনের পরিচিত নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার রাজিবপুর গ্রামের হাসিনা বেগমের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। যার মধ্যে হাসিনা বেগম ২২ হাজার টাকা নগদ প্রদান করেছে। এ বিষয়ে শিশু জাহিদুলের মা আয়েশা আক্তার শাহরাস্তি থানায় মানবপাচার আইনে একটি মামলা করে। যার মামলা নং- ০৩ তাং-০৬/০৮/২০১৭ইং। মামলার প্রেক্ষিতে শাহরাস্তি থানা পুলিশ ৫০ হাজার টাকায় কিনে নেওয়া হাসিনা বেগমকে আটক করে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়। এ ছাড়া শিশু জাহিদুলকে তার মা আয়েশা বেগমের কাছে হস্তান্তর করা হয়। অথচ মুল আসামী পাষন্ড পিতা হারুন অর রশিদ ঘটনার পর থেকে পলাতক থাকে। শাহরাস্তি থানা পুলিশ পাষন্ড পিতা হারুন অর রশিদকে ধরতে ফাঁদ পাতে। বিয়ে পাগল হারুন অর রশিদকে বিয়ের প্রলোভনে মহিলা কন্ঠে লাকসাম রেলওয়ে জংশনে আসার জন্য বলে। তথ্য প্রযুক্তিগত ফাঁদের মাধ্যমে দুপুর ১টা ৩০মিনিটে হারুন অর রশিদ লাকসাম জংশনে এসে পৌছলে তাকে পুলিশ আটক করে। চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন্নাহারের দিক নির্দেশনা ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্ববধানে অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুর হোসেন মামুন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন।

পূর্বাশানিউজ/১০ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি