রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে আখাউড়ার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম প্লাবিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০১৭


আয়েশা আহমেদ লিজা, ব্রাহ্মণবাড়িয়া॥
টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে।পানিতে তলিয়ে যাচ্ছে জমিসহ এলাকার রাস্তাঘাট। শুক্রবার দুপুর থেকে অস্বাভাবিক ভাবে পানি বাড়তে থাকে। ঢাকা-আগরতলা আন্তর্জাতিকসড়কের উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয় লোকজন জানায়, স্থলবন্দরএলাকার পাশ দিয়ে বয়ে চলা কালন্দি খালটি দিয়ে ভারতীয় ঢলের পানিবাংলাদেশে প্রবেশ করছে। এতে করে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর,বীরচন্দ্রপুর, আব্দুল্লাহপুর ও বঙ্গেরচর গ্রামের জমি ও রাস্তাঘাট তলিয়েযাচ্ছে। এতে সাধারন মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দক্ষিণ ইউনিয়নপরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খালদিয়ে আসা পানি সামনের দিকে সরতে পারছে না। যে কারণে কয়েকটিগ্রামে পানি ঢুকে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিষয়টি উপজেলানির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এদিকে বিকালে আখাউড়াউপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান ও পৌরসভা মেয়রতাকজিল খলিফা কাজল স্থলবন্দরসহ পানি কবলিত এলাকা পরিদর্শন করেন।আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান জানান,পানি ঢুকে পড়া গ্রামের যাদের বসতঘর ঝুঁকিপূর্ন (মাটিরঘর)তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরিয়ে আনা হচ্ছে। তাছাড়া ত্রানপ্রক্রিয়ার কার্যক্রমও শুরু হয়েছে।

আগস্ট ১২, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি