মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দুর্নীতির তদন্তে শিক্ষা মন্ত্রণালয়


শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দুর্নীতির তদন্তে শিক্ষা মন্ত্রণালয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দুর্নীতির তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এরই মধ্যে যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে পাওয়া গেছে ১০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ।

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ। শিক্ষকেরা বেতন পান না তিন মাস ধরে। তিন বছর ধরে বন্ধ প্রভিডেন্ড ফান্ড। নেই গত দুই বছরে শিক্ষার্থীদের দেয়া ফরম ফিলাপ খাতা দেখা বা কোচিংয়ের টাকার হিসাব। সব মিলে প্রায় ১০ কোটি টাকা অধ্যক্ষ আবু ইউসুফ আত্মসাত করেছেন বলে প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর।

শিক্ষকদের দাবি, তদন্তের তথ্যের চেয়ে দুর্নীতির পরিমাণ আরো অনেক বেশি।

তবে এ অভিযোগের কোনো জবাব পাওয়া যায়নি অধ্যক্ষের কাছ থেকে। তার অফিস কক্ষে ঝুলছে তালা। বন্ধ মুঠোফোন।

এদিকে ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনিয়মের অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। চলছে তদন্তও।
দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে দোষী শিক্ষকদের এমপিও বাতিল চাকরিচ্যুতসহ মামলা করার সিদ্ধান্তের কথাও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পূর্বাশানিউজ/১৪ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি