সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের ১৬ আসনে বিএনপির ৪৩ প্রার্থী, আলোচনায় নতুনরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ এলাকায় তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে এমনটা ধরে নিয়েই সংসদীয় আসনগুলোতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। বিএনপির ঘাঁটি খ্যাত চট্টগ্রাম জেলার ১৬ টি সংসদীয় আসনে এই প্রচার-প্রচারণা এবং তৎপরতা ভালোভাবেই শুরু হয়েছে। চট্টগ্রামে মনোনয়ন প্রার্থীরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিচ্ছেন। স্থানীয় নেতাকর্মীদের কাছে টানার পাশাপাশি বিভিন্ন উপায়ে সাধারণ ভোটারদের মনোযোগ আকর্ষণেও কাজ করে যাচ্ছেন তারা।

এদিকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি আসনভিত্তিক সম্ভাব্য একাধিক প্রার্থীর তালিকা করেছে বলে জানা গেছে। বিএনপির একাধিক সিনিয়র নেতা জানান, সরকার দলের হেভিওয়েট প্রার্থীদের মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনের অযোগ্য করতে পারে। তাই প্রতি আসনে কমপক্ষে তিন জন করে প্রার্থীর তালিকা করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম জেলার একাধিক আসনে নতুন প্রার্থী আসবে এমন আভাসও পাওয়া গেছে। এক্ষেত্রে পেশাজীবী নেতা ও সিনিয়র নেতাদের সন্তানরা এগিয়ে রয়েছে। বেশ কয়েকটি আসনে স্থানীয় নেতাকর্মীদের কাছেও নতুন প্রার্থীরা বেশ আলোচনায় আছেন।

বিএনপির সিনিয়র নেতা, স্থানীয় প্রতিনিধি ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির সম্ভাব্য ৩ জন প্রার্থী মনোনয়ন চেষ্টায় রয়েছেন। তারা হলেন দলের নির্বাহী কমিটির সদস্য কামাল উদ্দিন চৌধুরী, সাবেক এমপি এমএ জিন্নাহ ও থানা বিএনপির সাবেক আহ্বায়ক সাইদ চৌধুরী। এর মধ্যে কামাল উদ্দিন চৌধুরী মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক ও সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে দলীয় সভা-সমাবেশের মাধ্যমে ফটিকছড়ির বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। এলাকার তরুণদের ব্যাপক সমর্থন রয়েছে উদীয়মান এ তরুণ নেতার প্রতি। তাছাড়া বিনয়ী ও ভদ্র হিসেবে এলাকায় বেশ সুনাম রয়েছে তাঁর।

মনোনয়নের প্রার্থীতা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেন, গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত করতেই আমি রাজনীতিতে নাম লিখিয়েছি। আমি বিশ্বাস করি, অবহেলিত ফটিকছড়ির সার্বিক উন্নয়ন এখন সময়ের দাবি। আমি মনে করি, ফটিকছড়ির উন্নয়ন দলমত নির্বিশেষে সবাই কামনা করেন। এলাকার সন্তান হিসেবে আমি ফটিকছড়িকে একটি অনুকরণীয় আসন হিসেবে উপস্থাপন করতে চাই।

এই তরুণ রাজনীতিবিদ বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ফটিকছড়ি সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত। তার উপর বর্তমান প্রেক্ষাপটে বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনাও অত্যন্ত কঠিন। তারপরও আমি ব্যক্তিগত যোগাযোগ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান, বিগত রোজায় ইফতার পার্টিসহ ঈদের পরেও বেশ কয়েকটি এলাকায় জনসংযোগ করেছি। হালদা নদীভাঙন এলাকা পরিদর্শন, বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছি। এলাকাবাসী মনে প্র্রাণে একটা অর্থবহ পরিবর্তন প্রত্যাশা করছেন। আমি তাদের চাওয়া-পাওয়াকে সম্মান জানাতে চাই। এ ছাড়াও বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিচারপতি ফয়সাল ফয়েজীও মনোনয়নপ্রত্যাশী। তিনি বিএনপি সরকারের আমলে বিচারপতি ছিলেন। পরে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে সমালোচনার মুখে তাকে পদত্যাগ করতে হয়।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে দলের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, স্থানীয় নেতা মোস্তফা বাবুল ও সাবেক যুবদল নেতা সাখাওয়াত হোসেন শওকত মনোনয়ন প্রত্যাশা করছেন। জনপ্রিয়তা বিবেচনায় সাবেক এমপি মোস্তফা কামালা পাশাই মনোনয়ন পাবেন এমন প্রত্যাশা তৃণমূল নেতা-কর্মীদের।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলের যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী ও সাবেক সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী মনোনয়ন প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন। সরকার বিরোধী আন্দোলনে আসলাম চৌধুরীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় তাঁর মনোনয়ন অনেকটাই নিশ্চিত। তবে মামলাজনিত কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে এক্ষেত্রে এ ওয়াই বি আই সিদ্দিকী মনোনয়ন পেতে পারেন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ মনোনয়ন প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। এছাড়া সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা মনোনয়ন চাইবেন বলে জানা যায়।

তবে এই আসনে হেভিওয়েট নেতাদের আধিক্য ও নিজেদের মনোমালিন্যের কারণে নতুন কেউ মনোনয়ন পেতে পারেন। এক্ষেত্রে দলের হাইকমান্ডের সঙ্গে ভালো যোগাযোগ এবং দলীয় কোন্দলের বাইরে থাকায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ইউনাইটেড হাসপাতালের লিভার বিশেষজ্ঞ ডা. ফাওয়াজ হোসেন শুভ ভালো অবস্থানে আছেন। তরুণ এবং ক্লিন ইমেজের কারণেও তার সম্ভাবনা ভালো।

প্রার্থীতা সম্পর্কে ডা. ফাওয়াজ হোসেন শুভ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, দলের হাইকমান্ড থেকে যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই কাজ করব। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে সর্বোচ্চ চেষ্টা দিয়ে ম্যাডামকে আসনটি উপহার দিতে পারব। ভেদাভেদ ভুলে দলের সব নেতা-কর্মীরা আমার পক্ষে করবে- এটাই আমার বিশ্বাস।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়নের দৌড়ে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। সার্বিক বিবেচনায় গিয়াস কাদের চৌধুরীই এই আসনে মনোনয়ন পেতে পারেন।

চট্টগ্রাম-৭ (রাংগুনিয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের যে কোন একজন মনোনয়ন পাবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর আকতার হোসেনও এই আসনে প্রার্থী হতে পারেন এমন আলোচনা চলছে। এছাড়া আলোচনায় আছেন ব্যবসায়ী ও রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে দলের ভাইস চেয়ারম্যান মোর্শেদ খানই হেভিওয়েট প্রার্থী। কোনো কারণে মোর্শেদ খান প্রার্থী হতে না পারলে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান মনোনয়ন পেতে পারেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন মনোনয়ন পেতে পারেন। মহানগর বিএনপির এই সভাপতি আন্দোলন সংগ্রামে ভূমিকার কারণে এগিয়ে আছেন। এছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করও মনোনয়ন প্রত্যাশী।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানই মনোনয়ন পাবেন।

চট্টগ্রাম-১১ (হালিশহর-পতেঙ্গা) আসনে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরীই মূলত প্রার্থী। তবে সাবেক এমপি রোজী কবিরও মনোনয়ন প্রত্যাশী বলে জানা যায়।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী শাহজাহান জুয়েল, সহ-সভাপতি এনামুল হক, সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সাদাত আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ মনোনয়ন পেতে বেশ তৎপর। এক্ষেত্রে শাহজাহান জুয়েল বা এনামুল হকই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে দলের নির্বাহী কমিটির সদস্য সারওয়ার জামাল নিজাম, এডভোকেট কবীর চৌধুরী ও শিল্পপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মনোনয়ন প্রত্যাশী। এই আসনে ২০০৮ সালের নির্বাচনের পর সারওয়ার জামাল নিজাম এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নতুন প্রার্থী আসার সম্ভাবনা বেশি।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে জোটগতভাবে হলে কর্নেল অলি আহমেদ মনোনয়ন পাবেন। তবে দলীয়গতভাবে হলে জেলা বিএনপির নেতা ডা. হোসেন মহসিন জিল্লুর মনোনয়ন পেতে পারেন।

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া) আসনে জেলা বিএনপির নেতা ও ব্যবসায়ী নাজমুল মোস্তফা আমিন মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছেন। নাজমুল মোস্তফা আমিন নানা সামাজিক সংগঠনের কর্মসূচি পালনের পাশাপাশি লোহাগাড়ায় সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিও নতুন উদ্যোমে শুরু করেছেন। কর্মতৎপরতা সম্পর্কে নাজমুল মোস্তফা আমিন বলেন, আমি দীর্ঘদিন দলের জন্য কাজ করেছি। যদি আমি দলের মনোনয়ন পাই তাহলে আমার এলাকার উন্নয়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো। তাছাড়া দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মহিউদ্দিনও মনোনয়ন চাইবেন বলে জানাগেছে।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। তিনি চারবারের এমপি ছিলেন। প্রবীণ নেতা হিসেবেও তিনি এলাকায় জনপ্রিয়। তবে মনোনয়নের দৌড়ে নতুন করে আলোচনায় আছেন জেলা বিএনপি নেতা লিয়াকত আলী। গন্ডামারায় কয়লা বিদ্যুৎ বিরোধী আন্দোলনের কারণে সাবেক ছাত্রনেতা হিসেবে লিয়াকত আলী বাঁশখালীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

পূর্বাশানিউজ/১৭ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি