মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষক-অভিভাবক’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রশ্ন ফাঁসের সঙ্গে শিক্ষক ও অভিভাবক জড়িত দাবি করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘কিছু শিক্ষক টাকার বিনিময়ে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এর সঙ্গে কিছু অভিভাবকও জড়িত।

তিনি বলেন, ‘এই শিক্ষক ও অভিভাবকরা চুরি করে প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীকে জিপিএ-৫ পেতে সহযোগিতা করছে। উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় মন্ত্রী শিক্ষা সংশ্লিষ্ট সব কাজে সবাইকে দুর্নীর ঊর্দ্ধে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মাউশির মহাপরিচালক ড. এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং মো. আলমগীর উপস্থিত ছিলেন।

পরে মাউশির আঞ্চলিক, জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মাঝে এক হাজার ৩৪টি ল্যাপটপ, ৬৪০টি মোটরসাইকেল প্রদান করা হয়।

আগস্ট ১৭, ২০১৭/Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি