সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রায়ে একদলীয় মানসিকতা নেই তাই রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন: রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ষোড়শ সংশোধনীর রায়ে একদলীয় মানসিকতা না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৭ অাগস্ট) বেলা ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‌‘প্রধান বিচারপতির রায়ে একদলীয় মানসিকতা না থাকায় আপনি রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। বিচারপতিদের ডাকাচ্ছেন। মন্ত্রীদের পাঠাচ্ছেন। এদেশের মানুষ এই অন্যায়, দুঃশাসন দেখছে। মানুষ কখনো এসব মেনে নেবে না।’

পূর্বাশানিউজ/১৭ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি