রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মানুষ থেকে দুরে থাকবে এমন মশা সৃষ্টি করবে বিজ্ঞানীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রতি বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ৪ লাখের বেশি মানুষ মারা যায়। ম্যালেরিয়ার অন্যতম প্রধান বাহক মশা। তারাই এক শরীর থেকে অন্য শরীরে রোগের প্রবাহ ধরে রাখে ।

মশাদের হাত থেকে বাচাঁর জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছে। মশক নিধন প্রকল্প বা খোলা স্থানে পানি জমতে না দেওয়া এসব তো অনেক হলো। এবার বিজ্ঞানীরা এনেছে অভিনব এক পদ্ধতি।

বিজ্ঞানীরা মশাদের শরীরে এমন এক উপাদান প্রেরণ করবে যা থেকে তারা মানব শরীরের গন্ধই গ্রহণ করতে পারবে না। এবং গন্ধ না নিলে স্বাভাবিক ভাবেই মশাদের কামড় দেওয়ার প্রবণতা কমে যাবে ।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে নতুন এই পদ্ধতির জন্য। ইনসেক্ট স্পেশালিস্ট অ্যান্ড্রু নুস ও ডেনিস ম্যাথিউ এই পদ্ধতি আবিস্কার ও প্রয়োগ নিয়ে কাজ করছেন পুরোদমে।

পূর্বাশানিউজ/২১আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি