সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজনৈতিক সমঝোতায় এখনো বাধা ২১ আগষ্ট হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৭

২০০৪ সালে ২১ আগষ্ট আওয়ামী লীগের একটি সমাবেশে গ্রেনেড হামলায় দলটির অন্তত ২৪ জন নেতা কর্মী নিহত হয়েছিলেন। আর আহত হয়েছিলেন বহু মানুষ। শুরু থেকেই এই হামলার জন্য তখন রাষ্ট্রক্ষমতায় থাকা বিএপির শীর্ষ পর্যায়ের নেতাকে দায়ী করছে আওয়ামী লীগ।

এই মামলায় প্রথমে বিএনপির একজন উপমন্ত্রী সহ কয়েকজনকে আসামী করা হলেও, পরে অধিকতর তদন্তের পর বিএনপি নেতা তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর রহমান বাবরসহ আরো ৩০ জনকে আসামী করা হয়।

বিএনপির তরফ থেকে বরাবরই এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হচ্ছে। এই ঘটনায় দল দুটির মধ্যে বিরোধ আরো বেড়েছে। কিন্তু সে বিরোধ কতটা জোড়ালো?

রাজনৈতিক বিশ্লেষক আমানুল্লাহ কবির বলেন, রাজনীতিতে বিরোধ থাকবেই কিন্তু সেটা সহিংসতায় পৌছে যায় এটা আশা করা যায় না। বাংলাদেশে গ্রেনেড হামলার পরে এটি একটি সহিংসতায় পৌছে গেছে। এখন পরস্পর পরস্পরকে কাদা ছোড়াছুড়ি করছে। সহজে এটার মিমাংসা হওয়ার পথ আমি দেখছি না। আর মিমাংসা না হলে আর কোন সমঝোতাও হবে না।

অনেকেই বলেন যে, ২১ আগস্টের হামলায় ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনে দিয়েছে। অর্থাৎ দুটি দলকে এমন মাত্রায় পরস্পরকে বিরোধী অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে ফেরা কঠিন।

 

তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আওয়মী লীগ এবং বিএনপি এই দুটি দল রাষ্ট্রক্ষমতার প্রতিযোগী এবং তাদের প্রতিযোগীতা এমন একটি পর্যায়ে চলে গেছে যেখানে সহিংসতা রাজনীতিকে জড়িয়ে ধরেছে। এই যে সহিংসতা তাদের যেকোন পর্যায়ে নিয়ে যেতে পারে। এটা আমরা অতীতেও দেখেছি।

 

তিনি আরো বলেন, বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিলো তখন এই ধরণের ঘটনা ঘটে ফলে সাভাবিকভাবে নিরাপত্তার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তাদের দায়ভার নিতে হয়।

তিনি মনে করেন, যে পর্যন্ত দুই রাজনীতি দলের মধ্যে সমঝোতার সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত অর্থনীতিতে নানান অস্খিরতা সবসময় থেকে যাবে। এবং এই হামলার সন্দেহের কারনে এই দুই দলের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কটাকে চরম অবনতির দিকে নিয়ে গেছে। আর যখন এর রায় বের হবে তখন কি হবে তা নিয়ে একটা শংকা রয়ে গেছে।

আওয়ামী লীগ মনে করছে এধরনের হামলার পর তাদের সাথে আর কোন রকম সমঝোতায় বসা যাবে না। তাহলে কি এই সমঝোতাটি আটকে গেছে ২১ আগস্টের গ্রেনেড হামলার কারণে?

জবাবে তিনি বলেন, আমি এই ভাবে দেখবো না, এইভাবে দেখবো না।  কোন একটা জায়গা থেকে আমাদের শুরু করতে হবে। ২১ আগস্টের গ্রেনেড হামলার কারণেই যদি আটকে যায়, তাহলে দেখা যাবে যে অতীতেও এধরনের বেশ কটি ঘটনা ঘটেছে। যেখানে সমঝোতার পরিবেশ নষ্ট করে দিয়েছে। এটা কিন্তু ২১ আগস্টের যে গ্রেনেট হামলা নিঃসন্দেহে একটা বড় ঘটনা মর্মান্তিক ঘটনা।  এতে কোন সন্দেহ নেই। কিন্তু দেশে এধরণের সহিংসতায় গণতন্ত্র বিকাশের পথটাও রোধ হয়ে যাবে।

পূর্বাশানিউজ/২১আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি