শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দীর্ঘস্থায়ী কফ-কাশি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভাইরাসজনিত কাশির ক্ষেত্রে সচরাচর কোনো ওষুধের প্রয়োজন হয় না। এক বা দুই সপ্তাহের মধ্যে এমনিতেই এ কাশি সেরে যায়। দীর্ঘস্থায়ী কাশির ক্ষেত্রে প্রথমেই খুঁজে বের করতে হবে কাশির অন্তর্নিহিত কারণ। অ্যাজমা, রাইনাটিস, সাইনোসাইটিস, অন্ত্রের সমস্যা এগুলোর যে কোনোটি কাশির কারণ হতে পারে।

গুয়াইফেনেসিন জাতীয় কফ সিরাপ প্রয়োগে তেমন ফল পাওয়া যায় না। ডেক্সোমেথরফেন জাতীয় ওষুধ প্রয়োগ করা যেতে পারে, তবে খুব ভালো ফল পাওয়া যায় না। যেসব সিরাপের মধ্যে কোডেইন থাকে, সেগুলো বেশ কার্যকর। তবে এ জাতীয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া খুব বেশি। তাই বেশি দিন এ ওষুধ খাওয়ানো যাবে না।

সার কথা হচ্ছে, দীর্ঘস্থায়ী কাশির মূল কারণ খুঁজে বের করে তার চিকিৎসা করতে হবে। যদি কাশির ধরন পরিবর্তিত হতে থাকে, উপসর্গকারী ওষুধে কোনো ফল না হয়, কাশির সঙ্গে রক্ত আসতে থাকে অথবা কাশির কারণে রাতে ঘুম ও দিনে কাজের ব্যাঘাত ঘটে তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

কখন অ্যাজমা/অ্যালার্জি বিশেষজ্ঞের কাছে যেতে হবে?

তিন থেকে চার সপ্তাহ বা তার অধিক সময়ব্যাপী কাশি থাকলে।
কাশির সঙ্গে যদি হাঁপানির টান থাকে।
দীর্ঘস্থায়ী কাশির সঙ্গে যদি নাক ও সাইনাসের রোগ থাকে।
দীর্ঘস্থায়ী কাশির সঙ্গে যদি ধূমপান বা অন্য উত্তেজক পদার্থের সংযোগ থাকে।

পূর্বাশানিউজ/২৩আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি